পরকীয়ার ‘শাস্তি’, নগ্ন করে গোটা গ্রামে ঘোরানো হল গৃহবধূ ও প্রেমিককে

পরকীয়ার ‘শাস্তি’, নগ্ন করে গোটা গ্রামে ঘোরানো হল গৃহবধূ ও প্রেমিককে

রাঁচি: মধ্যযুগীয় বর্বরতা৷ বিবাহ বিহির্ভূত সম্পর্কের অপরাধে নগ্ন করে সারা গ্রাম ঘোরানো হল এক গৃহবধূ ও তাঁর প্রেমিককে৷ এই নির্মম ঘটনার সাক্ষী থাকল গোটা গ্রাম৷ তবে অভিযোগ পেয়েই তড়িঘড়ি পদক্ষেপ করে পুলিশ৷ আটক করা হয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত ৫০-৬০ জনকে৷ তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ 

আরও পড়ুন- নিম্নমুখী হচ্ছে অ্যাকটিভ কেস! আরও কম দেশের দৈনিক সংক্রমণ

এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে৷ অভিযুক্ত যুগল দুমকা জেলার বড়তলি পঞ্চায়েতের একটি গ্রামে দিন মজুরের কাজ করতেন৷ মঙ্গলবার দু’জনে গোপনে দেখা করতে এসেছিলেন৷ সেই সময়েই তাঁদের ধরে ফেলেন গ্রামবাসীরা৷ এর পরেই তাঁদের বিবস্ত্র করে গ্রামে ঘোরানো হয়৷ প্রায় ১ কিলোমিটার রাস্তা নগ্ন হয়ে হাঁটতে বাধ্য করে গ্রামের মানুষ৷ 

জানা গিয়েছে, ওই গৃহবধূর স্বামী গত এক বর ধরে জেলবন্দি৷ দিন মজুরের কাজ করেই পেট চলে তাঁর৷ কাজ করতে গিয়েই আলাপ হয়েছিল অভিযুক্ত ব্যক্তির সঙ্গে৷ তার পর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে৷ মঙ্গলবার কাজ থেকে ফেরার পর দেখা করতে গিয়েছিলেন দু’জনে৷ সেই সময়েই চারপাশ থেকে তাঁদের ঘিরে ফেলেন গ্রামবাসীরা৷ তার পরেই তাঁদের উপর চড়াও হয় স্থানীয়রা৷ নিজেরাই ঠিক করে ফেলে ‘শাস্তি’৷ 

আরও পড়ুন- ‘শাহিন’ নামে ফিরতে চলেছে ‘গুলাব’!

এদিকে অভিযোগ পেয়েই গ্রামে পৌঁছয় পুলিশ৷ কম করে ৫০-৬০ জনকে গ্রেফতার করে নিয়ে আসে থানায়৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনাটা খতিয়ে দেখা হচ্ছে৷ প্রসঙ্গত, দিন কয়েক আগেই পরকীয়ার সন্দেহে স্ত্রীর যৌনাঙ্গ সেলাই করে দিয়েছিলেন মধ্যপ্রদেশের এক প্রৌঢ়৷ এবার পরকীয়ার অভিযোগে ঝাড়খণ্ডে নগ্ন করে গ্রামে ঘোরানো হল গৃহবধূ ও তাঁর প্রেমিককে৷     
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 18 =