নয়াদিল্লি: গায়ের ফোন৷ কোথাও খুঁজে পাচ্ছেন না তিনি৷ নিজেই টুইট করে সে কথা জানিয়েছেন বিরাট কোহলি। তিনি জানিয়েছেন, সদ্যই ফোনটি কিনেছেন তিনি৷ বাক্স খুলে দেখার আগেই তা খোয়া গিয়েছে৷ দাবি ভারতের প্রাক্তন অধিনায়কের। কেউ সেটি দেখেছে কি না তিনি জিজ্ঞেস করেছেন। তাঁর এই টুইট ঘিরে তৈরি হয়েছে অন্য জল্পনা৷
আরও পড়ুন- জাহান্নমে যাক ভারত! কিংবদন্তি পাক ক্রিকেটারের মন্তব্যে তোলপাড়
বৃহস্পতিবার থেকে দেশের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ভারত। খেলা হবে লাল বলে৷ অনুশীলনও শুরু করে দিয়েছে ভারত। এর মাঝেই বিরাটের ফোন হারানোর খবরের চাঞ্চল্য খেলার মাঠে। মঙ্গলবার বিরাট টুইট করে জানান, “মোবাইল ফোন বাক্স খুলে বার করার আগেই হারিয়ে গিয়েছে। এর থেকে দুঃখের আর কী হতে পারে? কেউ কী দেখেছেন?” মঙ্গলবার সকাল তখন ১০.৩৭ হবে৷ এই টুইটটি করেন বিরাট। তবে তাঁর এই পোস্ট দেখে অনেকের মত, এটা কোনও বিজ্ঞাপনী চমক৷
উ জিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলেননি প্রাক্তন ভারত অধিনায়ক। ২৪ জানুয়ারি ইনদৌরে এক দিনের ম্যাচ খেলার পর থেকেই তিনি বিশ্রামে৷ সেই সময় স্ত্রী অনুষ্কার সঙ্গে ঘুরতে গিয়েছিলেন বিরাট। স্ত্রী ও মেয়ে ভামিকাকে সঙ্গে নিয়ে উত্তরাখণ্ডে গিয়েছিলেন তিনি। এর পরই হঠাৎ জানা গেল তাঁর ফোন উধাও৷ তবে কোথায় এই ফোন হারিয়েছে, সে সম্পর্কে কিছু জানাননি বিরাট। তবে ফোনটি যে নতুন সে কথা উল্লেখ করেছেন তিনি৷ জানিয়েছেন, বাক্স খুলে বার করার আগেই ফোন হারিয়ে গিয়েছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>