মিউটেশনের শুনানিতেও কাটল না জমিজট, এখনই নিজের নামে মিউটেশন করতে পারেন না অর্মত্য

মিউটেশনের শুনানিতেও কাটল না জমিজট, এখনই নিজের নামে মিউটেশন করতে পারেন না অর্মত্য

 সিউড়ি: ১.৩৮ একর নয়, বিশ্বভারতীর তরফে নাকি অমর্ত্য সেনের বাবাকে ১.২৫ একর জমি লিজ দেওয়া হয়েছিল৷ ফলে ওই জমি নিজের নামে মিউটেশন করাতে পারবেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ৷ সোমবার বিএলআরও দফতরে মিউটেশনের শুনানিতেও কাটল না জমিজট। বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, অতিরিক্ত জমি বেআইনিভাবে দখল করে রেখেছেন অমর্ত্য সেন৷ যদিও তাঁর আইনজীবী সেই দাবি মানতে নারাজ। নিয়ম বহির্ভূত সামান্য জমিও নোবেলজয়ী নিতে চান না বলে জানিয়েছেন তিনি৷ 

আরও পড়ুন- কাজের চাপ দিয়ে ইস্তফা দেওয়ানোর অভিযোগ, স্ট্রোকে মৃত্যু কর্মীর! প্রতিবাদ অটোমোবাইল ইউনিয়নের

সোমবার নির্দিষ্ট সময়মতো বিএলআরও অফিসে পৌঁছন অমর্ত্য সেন৷ সঙ্গে ছিলেন তাঁর আইনজীবীরা। বিএলআরও অফিসে আসেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অশোক মাহাতো, আইনজীবী সুচরিতা বিশ্বাস-সহ অন্যান্যরা। মিউটেশনের শুনানির শুরুতেই বাকবিতণ্ডায় জড়ায় দু’পক্ষের আইনজীবী৷ বিশ্বভারতীর আইনজীবী সুচরিতা বিশ্বাসের দাবি, বিশ্বভারতীর অধীনস্থ জমির পরিমাপ ১.৩৮ ডেসিম্যাল। ১.২৫ ডেসিম্যাল জমি অমর্ত্য সেনের প্রাপ্য। তাঁর দাবি, নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত জমির মিউটেশন করাতে চাইছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ৷ 

অর্থনীতিবিদের আইনজীবী জানান, অমর্ত্য সেন কোনওভাবেই অন্যের জমি নিতে চান না। যতটুকু তাঁর, ঠিক ততটুকুই মিউটেশন করতে চান তিনি। মিউটেশনের পরবর্তী শুনানি আবার কবে হবে, সে বিষয়ে নিশ্চিত নন অমর্ত্যর আইনজীবী। কারণ, বিশ্বভারতী কর্তৃপক্ষ কিছুটা সময় চেয়েছে। তারা পরবর্তী সময় দিলে ফের শুনানি হবে।