WB ANM GNM Result 2024 Out
কলকাতা: জয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড কর্তৃক আয়োজিত ২০২৪ সালের নার্সিং পরীক্ষার ফলাফল প্রকাশিত হল৷ মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ডব্লিউবিজেইবি অক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (এএনএম) এবং জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (জিএনএম)-এর ফলাফল প্রকাশ করেছে (WB ANM GNM Result 2024 Out) ।
বিভিন্ন কোর্সে নিয়োগ WB ANM GNM Result 2024 Out
রাজ্যের বিভিন্ন কলেজ/প্রতিষ্ঠানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দুই বছরের সহায়ক নার্সিং ও মিডওয়াইফারি (সংশোধ্ক) কোর্স এবং তিন বছরের সাধারণ নার্সিং ও মিডওয়াইফারি কোর্সের জন্য প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়৷
পরীক্ষার্থীরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট বা র্যাঙ্ক কার্ড দেখতে পারবেন।
কীভাবে দেখবেন WBJEE ANM GNM Result ?
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে হবে।
- হোমপেজে WBJEE ANM GNM Rank List লিঙ্কে ক্লিক করুন৷
- একটি নতুন লগইন পেজ খুলে যাবে৷
- নিজের অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্ম তারিখ পুট করুন৷
- এরপরেই নিজের রেজাল্ট দেখতে পারবেন৷
- র্যাঙ্ক কার্ডের একটি প্রিন্ট আউট বের করে নিন৷
আরও পড়ুন-
হঠাৎই পড়ুয়াদের ট্যাব কেনার টাকা না দেওয়ার সিদ্ধান্ত কেন নিল নবান্ন?
এই নথি না থাকলে বসা যাবে না UPSC পরীক্ষায়
পর্নোগ্রাফি নয়, স্কুল পাঠ্যে যৌনশিক্ষা চালুর দাবি
আরজি কর-কাণ্ডে উদ্বেগে শিক্ষক মহল, উঠল স্কুল স্তরে আত্মরক্ষার পাঠ ফেরানোর দাবি
Education: WBJEEB has announced the results for the 2024 Auxiliary Nursing and Midwifery (ANM) and General Nursing and Midwifery (GNM) exams. Check your WB ANM GNM Result 2024 now. Find out more about the latest updates and detailed results published on 24th September