আপনি সোনার বাংলার কথা বলেন, আমরা বানিয়ে দেখাব: মমতাকে চ্যালেঞ্জ বিজয়বর্গীয়র

মজা করে তিনি বলেন, এমন কোনওদিনও দেখিনি যে, মুখ্যমন্ত্রী দলের নেতাদের বলছেন, যারা যারা কাটমানি নিয়েছে তা ফেরত দিতে হবে। আর সেই শুনে তারা ফেরতও দিয়ে দিচ্ছে। বেইমানদের মধ্যে এমন ‘ইমানদার’ বা সৎ তিনি আগে কখনও দেখেননি বলে পরিহাস বিজয়বর্গীয়র।

কলকাতা: আজ ১০ সেপ্টেম্বর কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল ভারতীয় জনতা পার্টির রাজ্য কার্যকারিণী বৈঠক। এই বৈঠকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায় এবং আরও শীর্ষ নেতা। বৈঠকের মুখ্য আকর্ষণ অবশ্যই কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা ছিলেন। তিনি দিল্লি থেকেই ভার্চুয়ালি বঙ্গ বিজেপি নেতাদের উদ্দেশে বক্তৃতা রাখেন। এরপর কৈলাস বিজয়বর্গীয় মঞ্চে এসে বক্তব্য পেশ করেন।

শুরুতেই তিনি জানান, আজ থেকে ৩৫ বছর আগে এই বাংলাতেই তাঁর বিবাহ হয়েছিল। সেই সময়ের কথা মনে করে কৈলাস বলেন, তখন অন্যান্য রাজ্য থেকে কর্মসংস্থানের জন্য বাংলায় আসত মানুষ। তখন এতটাই উদ্যোগ ছিল এ রাজ্যে। কিন্তু এখনও কিছুই নেই। সরাসরি মুখ্যমন্ত্রীর নাম করে তিনি বলেন, ‘মমতাদি, আপনি চার-পাঁচবার লগ্নিকারীদের সঙ্গে বৈঠক করেছেন। কোটি কোটি টাকা ব্যয় করে বলিউড থেকে কোমর নাচানো সেলিব্রিটিদের বৈঠকে হাজির করেছেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। আর আজ আপনার শাসনকালে এক হাজারেরও বেশি ছোট-বড় উদ্যোগ বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ কাজ হারিয়েছে।’

এরপরেই তিনি বলেন যে, ‘আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে সমস্ত বন্ধ উদ্যোগ চালু করব এবং মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে এখানে নতুন উদ্যোগও নিয়ে আসব। পশ্চিমবঙ্গকে এক নতুন চেহারা দেব আমরা।’ মমতার উদ্দেশে তাঁর কটাক্ষ, ‘যে সোনার বাংলার কথা আপনি বলেন, সেই সোনার বাংলা আমরা বানিয়ে দেখাব, বাংলার মানুষের কাছে এটা আমাদের প্রতিশ্রুতি।’ এরপরেই দলের নেতাদের উদ্দেশে বিজয়বর্গীয়র বার্তা, এবার তাঁদের উদ্যোগ নিতে হবে যে পরের নির্বাচনে সরকার বিজেপিই গড়বে। তিনি এমনও জানান যে, বাংলার অনেক জায়গায় জনগণ তাঁকে আর্জি জানিয়েছেন যাতে বিজেপি সরকারে আসে, কারণ তৃণমূল শাসনে তাঁরা আর চলতে পারছেন না। 

কথা প্রসঙ্গে ফের উঠে আসে শাসক দলের কাটমানির প্রসঙ্গ। প্রধাওনমন্ত্রী আবাস যোজন থেকে মমতার দল কমিশন খাচ্ছে বলে অভিযোগ বিজেপি নেতার। মজা করে তিনি বলেন, এমন কোনওদিনও দেখিনি যে, মুখ্যমন্ত্রী দলের নেতাদের বলছেন, যারা যারা কাটমানি নিয়েছে তা ফেরত দিতে হবে। আর সেই শুনে তারা ফেরতও দিয়ে দিচ্ছে। বেইমানদের মধ্যে এমন ‘ইমানদার’ বা সৎ তিনি আগে কখনও দেখেননি বলে পরিহাস বিজয়বর্গীয়র। তাঁর প্রশ্ন, এমন কোথায় হয়। এমন তিনি কোনওদিনও দেখেননি।  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 12 =