আজ আরও বাড়বে গরম, তীব্র তাপপ্রবাহের আশঙ্কা, কলকাতায় তাপমাত্রা হতে পারে ৪২ ডিগ্রি

আজ আরও বাড়বে গরম, তীব্র তাপপ্রবাহের আশঙ্কা, কলকাতায় তাপমাত্রা হতে পারে ৪২ ডিগ্রি

imagesmissing

কলকাতা:  কলকাতায় রেকর্ড গড়ছে গরম৷ একটানা মহানগরের তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে রয়েছে। যা ২০১৪ সালের স্মৃতি ফিরিয়ে দিয়েছে৷ ওই বছর এমনই চরম ছিল আবহাওয়া৷ বর্তমান পরিস্থিতি দেখে আবহাওয়াবিদরা বলছেন, ২০১৪ সালকেও ছাপিয়ে যেতে পারে ২০২৪৷ গত ৫০ বছরের রেকর্ড এবার ভাঙতে চলেছে। একটানা এমন গরম এবং তাপপ্রবাহ আগে সহ্য করতে হয়নি মহানগরকে। তবে শুধু কলকাতা নয়, গোটা দক্ষিণবঙ্গ জুড়েই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণের পাশাপাশি গরম বেড়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও।

গতকাল অর্থাৎ শনিবার দুপুর আড়াইটে নাগাদ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.১ ডিগ্রি সেলসিয়াস। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই৷ বরং বেশ কিছু জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় গরম ৪২ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসে৷ 

কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতেও অস্বস্তিকর গরম থাকবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম এবং বাঁকুড়ায় তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলায় জেলায় লু বইতে পারে৷ 

ad 728x90 1

ad 728x90 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *