নয়াদিল্লি: বিয়ে বাড়ি মানেই জাঁকজমক, হইচই, দেদার মজা৷ তবে এরই মাঝে ঘটল হাঙ্গামা৷ অতিথিরা চালাল কিল-চড়-ঘুষি৷ সেই অশান্তির ভিডিয়ো ভাইরাল ইন্টারনেটে৷ তবে এই ঘটনাটি কোথাকার, কবে ঘটেছে, তা অবশ্য জানা যায়নি। ইনস্টাগ্রামে আরকে রাজ নামে একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে৷ ইতিমধ্যেই বিয়েবাড়ির হুলস্থুলের ভিডিয়োটি ১০ লক্ষ বার ভিউ হয়ে গিয়েছে। কয়েক মিনিটের মধ্যেই ওই ভিডিয়োর ক্লিপিং ছড়িয়ে পড়েছে অন্তর্জালে৷
আরও পড়ুন- ব্রেকিং: ফের চিন সেনার সঙ্গে সংঘর্ষ! আহত একাধিক ভারতীয় জওয়ান: সূত্র
ভিডিয়োটির শুরুতে দেখা যায় বর-কন বিয়ের একটি রীতি পালন করছেন। উঁচু মঞ্চের মতো একটি জায়গায় তাঁরা দু’জনে প্রদীপের থালা হাতে দাঁড়িয়ে রয়েছেন৷ ঠিক এই সময়েই ক্যামেরার লেন্স নবদম্পতিকে ছেড়ে তাঁক করল নীচে খাবার জায়গায় জড়ো হওয়া অতিথিদের দিকে। সেখানেই যত গন্ডোগোল৷
ভিডিয়ো এখানিকটা এগোতেই দেখা যায় খাবারের জায়গায় অতিথিদের মধ্যে মারামারি শুরু হয়েছে। যে যেমন খুশি যাকে পারছে মারধর করছেন৷ কেউ কেউ তাঁদের ঠেকাতে এগিয়ে আসেন। মারামারি থামানোর চেষ্টাও করেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি৷
চরম বিশৃঙ্খলার দেখে একটা সময় বিয়ের আচার ছেড়ে এগিয়ে যান খোদ পাত্র। কিন্তু তাঁকে আটকান কনে পক্ষের আত্মীয়রা৷ দূরে তখন নজরদারি চালানোর ড্রোন ক্যামেরা অশান্তির জায়গার ঠিক উপরে ঘুরপাক খাচ্ছে৷ ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ রেকর্ডিং করে নেয় সে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>