রাজভবনে শপথ মমতার মন্ত্রিসভার, ভার্চুয়াল প্ল্যাটফর্মে শপথ অমিত-ব্রাত্যের

রাজভবনে শপথ মমতার মন্ত্রিসভার, ভার্চুয়াল প্ল্যাটফর্মে শপথ অমিত-ব্রাত্যের

কলকাতা:  একুশের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পর গত বুধবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ রাজভবনের সই থ্রোনরুমে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার ৪৩ জন সদস্য৷ এর মধ্যে ২৪ জন পূর্ণ মন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ১০ জন এবং প্রতিমন্ত্রী থাকছেন ৯ জন৷ সকাল পৌনে ১১টার মধ্যেই রাজভবনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যে ঐতিহাসিক থ্রোনরুমে তৃতীয়বাবের জন্য শপথ নিয়েছিলেন তিনি, সেখানেই আজ শপথ নেন তাঁর মন্ত্রীরা৷ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও তাঁর ক্যাবিনেটে থাকছেন ৮ জন মহিলা মন্ত্রী৷ সংখ্যালঘু মন্ত্রী ৭৷ 

আরও পড়ুন- মমতার মন্ত্রিসভায় অভিজ্ঞ ২৭, নতুন ১৬, কারা হচ্ছেন মন্ত্রী?

আজ রাজভবনে রাজ্যপালের সামনে শপথ নেন ৪০ জন মন্ত্রী৷ তবে শারীরিক অসুস্থতার জেরে ভার্চুয়ালি শপথ নেন অমিত মিত্র, ব্রাত্য বসু এবং রথীন ঘোষ৷ তবে মমতার মন্ত্রিসভায় কোনও তারকার চমক নেই৷ জয়ী হলেও মন্ত্রীত্ব পাননি মদন মিত্র৷ তবে অভিজ্ঞ হিসাবে এবারও মন্ত্রিসভায় থাকছেন সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্য়ায়য়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিকের মতো নেতারা৷ 

শপথ নেওতার পর নতুন মন্ত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিয় করেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও  পৃথক ভাবে কথা বলেন তিনি৷ করোনা পরিস্থিতিতে মাত্র ৭ মিনিটের মধ্যেই শেষ হয় শপথগ্রহণ অনুষ্ঠান৷ 

পূর্ণ মন্ত্রী হিসাবে যাঁরা মন্ত্রিসভায় থাকছেন- 

•    সুব্রত মুখোপাধ্য়ায়
•    পার্থ চট্টোপাধ্যায়
•    অমিত মিত্র
•    সাধন পাণ্ডে
•    জ্যোতিপ্রিয় মল্লিক
•    মানস ভুঁইয়া
•    মলয় ঘটক
•    শশী পাঁজা
•    ফিরহাদ হাকিম
•    সৌমেন কর মহাপাত্র
•    অরূপ রায়
•    রথীন ঘোষ
•    চন্দ্রনাথ সিনহা
•    ব্রাত্য বসু
•    গোলাম রব্বানি
•    বিপ্লব মিত্র
•    জাভেদ আহমেদ খান
•    স্বপন দেবনাথ
•    সিদ্দিকুল্লা চৌধুরী
•    বঙ্কিম হাজরা

 স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয়েছে- 

•    বেচারাম মান্না
•    সুব্রত সাহা
•    হুমায়ুন কবীর
•    অখিল গিরি
•    চন্দ্রিমা ভট্টাটার্য
•    রত্না দে নাগ
•    বুলু চিকি বারাইক
•    ইন্দ্রনীল সেন
•    সন্ধ্যারানি টুডু
•    সুজিত বসু

প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন- 
•    মনোজ তিওয়ারি
•    দিলীপ মণ্ডল
•    শিউলি সাহা
•    শ্রীকান্ত মাহাতো
•    সাবিনা ইয়াসমিন
•    বীরবাহা হাঁসদা
•    জ্যোৎস্না মাণ্ডি
•    পরেশ অধিকারী
•    আখরুজ্জামান

    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − eight =