West Bengal police recruitment 2024
কলকাতা: রাজ্য পুলিশে ১২ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে৷ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ইনটার্ন চিকিৎসকদের মতো পুলিশও এবার ডিউটির সঙ্গেই টরেনিং করবেন৷ তিন মাস, ছয় মাসের ট্রেনিং নেওয়ার কোনও প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি৷ এর কারণ হিসাবে মুখ্যমন্ত্রী বলেন, আমার এত ম্যান পাওয়ার নেই৷ সম্ভবত সোমবার এই সংক্রান্ত অর্ডার আসবে বলেও জানান তিনি৷ (West Bengal police recruitment 2024)
সোমবারেই অর্ডার West Bengal police recruitment 2024
দীর্ঘদিন ধরেই পুলিশে নিয়োগের বিষয়টি আটকে রয়েছে। আগামী সোমবার এই সংক্রান্ত সরকারি অর্ডার প্রকাশ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। নিয়োগ নিয়ে আদালতে মামলা চলছে। মামলার জট কাটলেই নিয়োগ শুরু হবে বলে সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার বিকেলে নবান্নে বৈঠকে
বৃহস্পতিবার বিকেলে নবান্নে স্বাস্থ্য বিষয়ক বৈঠকে সরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, সুপার, জেলার এসপি-সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা যোগদান করেছিলেন৷ সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনার পাশাপাশি রাজ্য পুলিশের নিয়োগের বিষয়টি নিয়েও আলোচনা হয়৷
সুবর্ণ গোস্বামীর মন্তব্য
এ প্রসঙ্গে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, সুপ্রিম কোর্ট ইতিমধ্যই জানিয়েছে আরজিকর কাণ্ডে যাকে প্রথম গ্রেফতার করা হয়েছে, সেই একজন সিভিক ভলেন্টিয়ার৷ এর পর বর্ধমানের ভাতারে সেই সিভিক ভলেন্টিয়ারদেরই মন্তব্য আরজি করের মতো করে দেব৷ উনি ৭ দিনের ট্রেনিং দিয়ে ডাক্তার করে দেন, ৪ দিনের ট্রেনিং দিয়ে নার্স করে দেন৷ ৩ দিনের ট্রেনিং দিয়ে নিরাপত্তাকর্মী করে দেবেন৷ এতে সমস্যা বাড়বে আরও৷
আরও পড়ুন-
বিদ্যাসাগরের জন্মদিনে রইল কিছু কাহিনী
বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
‘ট্রাম বন্ধ’ গুজব? আসল ফ্যাক্ট চেকে চাঞ্চল্যকর তথ্য
কংগ্রেসে থেকে আগের মতোই মমতা বিরোধিতা
Bengal: West Bengal CM Mamata Banerjee announces recruitment for 12,000 police vacancies. Police training to be conducted alongside duty, eliminating the need for long training periods. Official order expected Monday. Recruitment process to begin post court case resolution.