দুর্বল নিম্নচাপ, তবুও রাজ্যে বৃষ্টির অনুকূল পরিবেশ, কী বলছে হাওয়া অফিস?

West Bengal Rain Forecast কলকাতা: শক্তি হারিয়ে অনেকটাই দুর্বল নিম্নচাপ৷ তবে বৃষ্টির হাত থেকে এখনই নিস্তার নেই রাজ্যবাসীর৷ আগামী কয়েক দিন বৃষ্টি চলবে বলেই জানিয়েছে…

West Bengal Rain Forecast

West Bengal Rain Forecast

কলকাতা: শক্তি হারিয়ে অনেকটাই দুর্বল নিম্নচাপ৷ তবে বৃষ্টির হাত থেকে এখনই নিস্তার নেই রাজ্যবাসীর৷ আগামী কয়েক দিন বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমেই অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল ধরে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে চলেছে৷ (West Bengal Rain Forecast)

 

ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার দাপট West Bengal Rain Forecast

এদিকে, নিম্নচাপ হালকা হলেও কাঁটা হয়ে বিঁধেছে ঘূর্ণাবর্ত এবং একটি অক্ষরেখা। উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, এই ঘূর্ণাবর্তটি দক্ষিণ ছত্তীসগঢ় এবং সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতায় রয়েছে। সেটি যেমন দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে, তেমনই পশ্চিমের কোঙ্কণ উপকূল থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে আরও একটি অক্ষরেখা। এই দু’য়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে হু হু করে জলীয় বাষ্প ঢুকে পড়ছে। যা বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করেছে।

rain kol
বৃষ্টি

কোন কোন জেলায় বৃষ্টি

বৃহস্পতিবার রাজ্যের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷

 

এছাড়াও পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের দু’ একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ ওই চার জেলায় রয়েছে হলুদ সতর্কতা৷ বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে৷

 

আরও পড়ুন-

নিম্নচাপের জের! রাজ্যের ৮ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস 

ফের বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ, 

ফের বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ! 

ফের দক্ষিণের আকাশে নিম্নচাপের ভ্রুকুটি,

 

Weather: West Bengal continues to experience rainfall due to a weakening depression. The Alipur Meteorological Department forecasts several days of rain across various districts including Purba Bardhaman and South 24 Parganas. Stay updated on weather changes and impacts.