কলকাতা: অপেক্ষার অবসান৷ এবার আরও কাছে পুরী৷ মাত্র সাড়ে ৬ ঘণ্টায় হাওড়া থেকে পুরী পৌঁছতে পারবেন পর্যটকরা। বৃহস্পতিবার হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী সফর। শনিবার থেকে এই রুটে নিয়মিত চলবে ট্রেন চলাচল করবে। শুধু বৃহস্পতিবারেই চলবে না৷
১৬ কামরার বন্দে ভারত এক্সপ্রেসে দু’টি শ্রেণি থাকবে। সাধারণ এবং এগজিকিউটিভ ক্লাস। চেয়ার কারে হাওড়া থেকে পুরী যেতে গুনতে হবে ১,২৬৫ টাকা। সেখানে এগজিকিউটিভ ক্লাসের ভাড়া ২,৪২০ টাকা। রেল সূত্রে খবর, হাওড়া থেকে সকাল ৬টা ১০ মিনিটে রওনা দেবে ২২৮৯৫ বন্দে ভারত এক্সপ্রেস। পুরী স্টেশনে ঢুকবে দুপুর ১২টা ৩৫ মিনিটে। ওই দিন দুপুরেই ১টা ৫০ মিনিটে হাওড়ার উদ্দেশে যাত্রা শুরু করবে বন্দে ভারত। হাওড়া পৌঁছবে রাত সাড়ে আটটায়৷
গত মাসের ২৮ তারিখ প্রথম হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের মহড়া যাত্রা শুরু হয়। সকাল ৬টা ১০ মিনিটে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে পুরীর উদ্দেশে যাত্রা শুরু করে৷ ওই দিন দুপুর সাড়ে ১২টায় পুরী ঢোকে বন্দেভারত। আবার ওই দিন দুপুরেই পুরী থেকে রওনা দিয়ে রাত ৮টার মধ্যে হাওড়ায় পৌঁছে যায় বন্দে ভারত। অর্থাৎ, মন চাইলে এবার একই দিনে পুরী গিয়ে আবার ফিরেও আসা যাবে। বন্দে ভারতে চেপে জগন্নাথ ধামে পৌঁছতে লাগবে মাত্র সাড়ে ৬ ঘণ্টা৷
এতদিন হাওড়া এবং শিয়ালদহ স্টেশন থেকে যে সমস্ত দূরপাল্লার ট্রেন পুরীর যেত, তাতে সময় লাগত প্রায় ৮ ঘণ্টা। সেখানে বন্দে ভারতে করে গেলে অনেকটাই সময় বাঁচবে। এই রুটে ঘণ্টায় ৭৭ কিমি গতিতে ছুটবে বন্দেভারত। সর্বোচ্চ বেগ থাকবে ঘণ্টায় ১৩০ কিমি। হাওড়া ছাড়ার পর পুরীগামী বন্দে ভারতের প্রথম স্টপেজ খড়্গপুর। তার পর বালেশ্বর, ভদ্রক, জাজপুর, কেওনঝড়, কটক, ভুবনেশ্বর, খুরদা রোড স্টেশন হয়ে সোজা পুরী৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>