ফের নিম্নচাপের ভ্রুকুটি! বৃষ্টিতে মাটি হবে ভাইফোঁটা? যা জানাল হাওয়া অফিস

ফের নিম্নচাপের ভ্রুকুটি! বৃষ্টিতে মাটি হবে ভাইফোঁটা? যা জানাল হাওয়া অফিস

কলকাতা: দক্ষিণবঙ্গজুড়ে শীতের আমেজ৷ হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া৷ দুয়ারে হাজির শীত৷ ভোর ও সন্ধের দিকে বেশ শিরশিরে ভাব। তবে জাঁকিয়ে শীত কবে? সেটা জানার জন্য মুখিয়ে রয়েছে বঙ্গবাসী। এরই মধ্যে নিম্নচাপের ভ্রুকুটি!

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পূর্ব মধ্য আরব সাগরে একটি ঘূনাবর্ত তৈরি হয়েছে৷ সেটা নিম্নচাপের রূপ নিয়েছে৷ যদিও শুক্রবারের মধ্যেই সেটি শক্তি হারাবে। ফলে এই নিম্নচাপের কোনও প্রভাব বাংলার উপর পড়ার আশঙ্কা নেই। অন্যদিকে, কোমোরিন ও সংলগ্ন এলাকাতেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে৷ এর ফলে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস, আপাতত বঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

হাওয়া অফিস জানাচ্ছে, পরিষ্কার আকাশে থাকবে হালকা শীতের আমেজ৷ আগামী ৫ থেকে ৭ দিন আবহাওয়ার তেমন পরিবর্তন হবে না। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা অবশ্য খুবই কম। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ থেকে ২২ ডিগ্রির আশেপাশে৷ সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস মধ্যে। সঙ্গে বইবে উত্তুরে হাওয়া৷ বৃষ্টি হবে না। পশ্চিমের জেলাগুলিতে শীত একটু বেশিই থাকবে৷ ৬ থেকে ১৮ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে পারদ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *