আচমকা স্তব্ধ হোয়াটসঅ্যাপ! হচ্ছে না চ্যাট, আংশিক গোলযোগের অভিযোগ

আচমকা স্তব্ধ হোয়াটসঅ্যাপ! হচ্ছে না চ্যাট, আংশিক গোলযোগের অভিযোগ

কলকাতা: হঠাৎ করেই স্তব্ধ হোয়াটসঅ্যাপ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ আচমকাই হোয়াটসঅ্যাপ পরিষেবা থমকে যায়। ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা ‘মেটা’র এই অ্যাপ ভারতে বিপুল ভাবে ব্যবহৃত। ব্যক্তিগত কাজে তো বটেই বিভিন্ন অফিসে কাজের ক্ষেত্রেও হোয়াটসঅ্যাপ এখন অন্যতম সহায়ক। আচমকা পরিষেবা থমকে যাওয়ায় কাজের ক্ষেত্রে ব্যপক সমস্যা দেখা দিয়েছে। দেশ জুড়ে হোয়াটসঅ্যাপ ইউজাররা অভিযোগ জানাতে শুরু করেছেন। তবে সমস্যা শুরুর আধ ঘণ্টা পরেও সংস্থার তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

আরও পড়ুন- বছরের শেষ সূর্যগ্রহণ, কোন কোন শহর থেকে দৃশ্য হবে? কলকাতার আকাশে কতক্ষণ চাঁদের ছায়া?

আজকের দুনিয়ায় হোয়াটসঅ্যাপ যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে৷ ফলে সমস্যায় পড়েছেন লক্ষ লক্ষ মানুষ৷ জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ থমকানোর কয়েক মিনিটের মধ্যে ১১ হাজারেরও বেশি ইউজার এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ আসতে শুরু করেছে। ব্যক্তিগত ভাবে তো বটেই হোয়াটস্যাপ গ্রুপেও মেসেজ পাঠানো যাচ্ছে না৷ কখনও মেসেজ ডেলিভারই হচ্ছে না৷ কখনও আবার সিঙ্গল টিক থেকে ডবল টিক হচ্ছে না। যার জেরে সার্বিক ভাবে বার্তা আদান প্রদানে সমস্যার মুখে ইউজাররা।

সাধারণত পরিষেবায় বিঘ্ন ঘটলেই টুইটারে হোয়াটসঅ্যাপের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এ বিষয়ে আপডেট দেওয়া হয়। তবে দুপুর সোয়া ১টা পর্যন্ত তেমন কোনও বার্তা চোখে পড়েনি৷ তবে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, দেশ জুড়ে হোয়াটসঅ্যাপের সার্ভার ডাউনের জেরেই এই বিপত্তি৷