এখনই দক্ষিণে মিলবে না বর্ষার দাক্ষিণ্য, চলবে গরম, তাহলে বর্ষা কবে?

এখনই দক্ষিণে মিলবে না বর্ষার দাক্ষিণ্য, চলবে গরম, তাহলে বর্ষা কবে?

 কলকাতা: উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গেলেও, দক্ষিণবঙ্গে কবে মিলবে বর্ষার দাক্ষিণ্য, তার কোনও নিশ্চয়তা নেই৷ আপাতত দক্ষিণবঙ্গজুড়ে গরমের অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমাঞ্চলের ৬টি জেলার পাশাপাশি পূর্ব বর্ধমানে আগামী শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। উপকূল সংলগ্ন ও তার কাছাকাছি এলাকায় বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হলেও, ভ্যাপসা গরম থেকে এখনই রেহাই পাবে না দক্ষিণবঙ্গের মানুষ৷ 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এখন বজ্রবিদ্যুৎ-সহ যে বৃষ্টি হচ্ছে, তাতে গরম বা অস্বস্তি কমবে না। কারণ আমাদের এখানে দুপুরের পরে বা বিকেলের দিকেই সাধারণত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়। দিনের শুরুতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। ফলে বিশেষ লাভ হবে না।’ 

তাহলে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকছে কবে? মঙ্গলবার এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা জানিয়েছেন, আপাতত দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের মতো অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি। নির্দিষ্ট অঞ্চলে বর্ষা ঢোকার ৭২ ঘণ্টা আগে থেকে পরিস্থিতি অনুকূল হতে হয়। সেক্ষেত্রে আগামী শুক্রবারের আগে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের কোনও সম্ভাবনা নেই।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, উত্তর-পশ্চিম দিক থেকে গরম ও শুষ্ক হাওয়া রাজ্যে ঢুকছে। তাই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকছে। এদিকে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকলেও তার পরিমাণ আগের চয়ে কম। অধিক পরিমাণে জলীয় বাষ্প ঢুকলে শক্তিশালী বজ্রমেঘ তৈরি হওয়ার  পরিস্থিতি তৈরি হয়। বিস্তীর্ণ এলাকাজুড়ে ঝড়বৃষ্টিও হয়। সেই পরিস্থিতি দক্ষিণবঙ্গে আপাতত নেই। পশ্চিমের জেলাগুলিতে এদিনও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির উপরে। বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি৷