শেষের পথে শীতের ঝোড়ো ইনিংস, বাংলার আকাশে ফের আশঙ্কার মেঘ, জানাচ্ছে হাওয়া অফিস

শেষের পথে শীতের ঝোড়ো ইনিংস, বাংলার আকাশে ফের আশঙ্কার মেঘ, জানাচ্ছে হাওয়া অফিস

কলকাতা: কথায় বলে মাঘের শীত বাঘের গায়ে৷ গোটা মাঘ মাসজুড়ে তা টের পাওয়া না গেলেও, শুরুর দিকে বেশ জাঁকিয়ে বসেছিল শীত৷ শেষেও বেশ দাপটের সঙ্গেই ক্রিজে টিকে রয়েছে ঠান্ডা৷ তবে বঙ্গবাসীর শীত সুখ আর বেশি দিনের নয়৷ হাওয়া অফিস জানাচ্ছে বৃহস্পতিবার থেকেই বদলাতে শুরু করবে আবহাওয়া৷ বাড়বে তাপমাত্রা৷ ফলে উইকএন্ডের ঘোরাফেরায় ভাটা পড়তে পারে৷ তবে এখানেই শেষে নয়৷ গরমের সঙ্গে দোসর হয়ে আসছে ঝঞ্ঝা৷ ফলে ফেরে বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা হাওয়া অফিসের৷ 

আরও পড়ুন- চিন্তা রয়েছে ‘গীতশ্রী’কে নিয়ে, আশার খবর দিলেন মমতা

সরস্বতী পুজোয় আবহাওয়া বেশ মনোরমই থেকেছে৷ উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণে ছিল রোদ ঝলমলে আকাশ৷ রবিবার থেকে উত্তরবঙ্গেও আবহাওয়ার উন্নতি হতে শুরু করেছে৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৯৫ শতাংশ। আগামী কয়েকদিন বেশ ঠান্ডা অনুভূত হবে৷ জেলাগুলিতে পারদ থাকবে নিম্নমুখী৷ কোনওমকোনও জেলায় রাতের তাপমাত্রা ১২ ডিগ্রির কাছাকাছিও নেমে যেতে পারে। 

তবে হাওয়া অফিস জানাচ্ছে, রাজ্যে শীতের আয়ু আর খুবই সামান্য। ৮ তারিখ থেকে উত্তর পশ্চিম ভারতে ফের ঝঞ্ঝা দেখা দেবে। যার জেরে বৃহস্পতি ও শুক্রবার ফেরে বঙ্গে ঢুকে পড়বে মেঘ৷ ফলে বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই বঙ্গেই৷ গত সপ্তাহেই ঝঞ্ঝার জেরে বৃষ্টি হয়েছিল৷ শুক্রবার সকাল থেকেই দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়। তবে সরস্বতী পুজোর দিন থেকেই আকাশ পরিষ্কার হয়ে যায়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + twenty =