নয়াদিল্লি: মম্র দেশে কমলা শাড়ি পড়ে কাজল৷ বিপরীতে সাদা শিফন শার্টে কিং খান৷ এতক্ষণে নিশ্চয় বুঝে ফেলেছেন কথা হচ্ছে ‘সুরাজ হুয়া মধ্যম’ গানের সেই এভারগ্রিন রোম্যান্টিক দৃশ্য নিয়ে। শাহরুখ খান এবং কাজল অভিনীত সেই রোম্যান্টিক গান দেখা গিয়েছিল কভি খুশি কভি গম ছবিতে৷ সেই ছবি মুক্তির দুই দশক পরও শিহরণ জাগায় এই গান। এবার সেই গানেই রিল বানিয়ে নেটপাড়ায় ঝড় তুললেন এক যুবতী। যা মন কেড়েছে নেটিজেনদের৷
আরও পড়ুন- অন্ধকারে কাটবে গ্রীষ্মের রাত! বাড়ছে লোডশেডিংয়ের আশঙ্কা
যেখানে দেখা যাচ্ছে, চারিদিকে বরফে ঢাকা পাহাড়৷ তার মাঝে দাঁড়িয়ে ‘সুরজ হুয়া মধ্যম’ গানে নাচ করছেন এক যুবতী। পরনে হলুদ রঙের ফিনফিনে শিফন শাড়ি, পিঠ খোলা ব্লাউজ। হাতে ম্যাচিং চুরি। খোলা চুলে একরাশ উষ্ণতা৷ এই দৃশ্য কোনও বলিউডি ছবির রোম্যান্টিক দৃশ্যের চেয়ে কম নয়। যা দেখলে সহজে চোখ ফেরানো যায় না৷
kanishkatalenthub নামে একটি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ওই ভিডিয়োতে ‘সুরাজ হুয়া মধ্যম’ গানটির সঙ্গে অসাধারণ নেচেছেন ওই যুবতী। ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে থাকা বরফে ঢাকা পাহাড়, ওই তরুণীর নাচকে আরও জীবন্ত করে তুলেছে। কখনও সামনে থেকে, আবার কখনও পিছন থেকে কিংবা কখনও উপর থেকে যুবতীর নাচের অভিব্যক্তি ক্যামেরাবন্দি করা হয়েছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>