জিয়ো-কে টেক্কা! এবার মোবাইলে বিনামূল্যে ক্রিকেট বিশ্বকাপ এশিয়া কাপ ও বিশ্বকাপ দেখাবে হটস্টার

জিয়ো-কে টেক্কা! এবার মোবাইলে বিনামূল্যে ক্রিকেট বিশ্বকাপ এশিয়া কাপ ও বিশ্বকাপ দেখাবে হটস্টার

নয়াদিল্লি:  সামনেই ক্রিকেট বিশ্বকাপ৷ রয়েছে এশিয়া কাপ৷ দেশজুড়ে বাড়ছে ক্রিকেট জ্বর৷ এরই মাঝে ক্রিকেটভক্তদের সুখবর শোনাল ডিজনি প্লাস হটস্টার৷ মোবাইলে হটস্টার অ্যাপ থাকলেই হল৷ বিনামূল্যে এশিয়া কাপ এবং এক দিনের বিশ্বকাপ দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা৷ মুকেশ অম্বানীর জিয়োসিনেমাকে টক্কর দিতেই কি এই আয়োজন হটস্টারের? সংস্থার ঘোষণা, এশিয়া কাপ এবং আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ মোবাইল ইউজারদের জন্য বিনামূল্যে-টু-ভিউ হিসাবে উপলব্ধ করা হবে।

 

গত বছর ফুটবল বিশ্বকাপে দর্শকদের জন্য বিশেষ উপহার দিয়েছিল জিয়োসিনেমা৷ বিশ্বকাপ দেখতে কোনও খরচ করতে হয়নি জিয়োসিনেমার গ্রাহকদের। মোবাইলে অ্যাপ ডাউনলোড করে বিনামূল্যে খেলা দেখা গিয়েছে। একই ব্যবস্থা করা হয় আইপিএলের সময়ও। তখনও খেলা দেখতে টাকা খরচ করতে হয়নি জিয়োসিনেমা ইউজারদের। প্রতিযোগিতার বাজারে জিয়োর সঙ্গে পাল্লা দিতে এ বার স্টারও বিনামূল্যে এশিয়া কাপ এবং ক্রিকেট বিশ্বকাপ দেখানোর কথা ঘোষাণা করল৷ 

হটস্টারের প্রধান সাজিত শিবানন্দন বলেন, “ওটিটি মাধ্যমে হটস্টার একটি প্রথম সারির অ্যাপ। আমরা সবসময়ই দর্শকদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সুযোগ করে দিয়েছি৷ এ বার এশিয়া কাপ এবং এক দিনের বিশ্বকাপ বিনামূল্যে দেখাব আমরা। এর মাধ্যমে আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারব।”

আইপিএল ২০২৩-এ জিয়ো সিনেমার রেকর্ড-ব্রেকিং দর্শক সংখ্যা দেখার পরে, ডিজনি প্লাস হটস্টারও আসন্ন দুই কাপের জন্য মোবাইল ব্যবহারকারীদের জন্য পেওয়াল তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল৷ সংস্থার মতে, এর ফলে ভারত জুড়ে ৫৪০ মিলিয়নেরও বেশি মোবাইল ইউজার এবার বিনামূল্যে এশিয়া কাপ এবং আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ দেখার সুযোগ পাবে।