তাজমহলের দেওয়াল ছুঁল যমুনার জল, প্লাবিত আগরা, মথুরার নিচু এলাকা

তাজমহলের দেওয়াল ছুঁল যমুনার জল, প্লাবিত আগরা, মথুরার নিচু এলাকা

 আগ্রা: গত সপ্তাহে লালকেল্লার দেওয়ালে আছড়ে পড়েছিল যমুনার জল৷ সোমবার যমুনার জল পৌঁছে গেল তাজমহলে৷ মুমতাজের সমাধি সৌধের দেওয়ালে ঠেকেছে নদীর জল। গত ৪৫ বছরে এই প্রথম৷ এর আগে ১৯৭৮ সালে যমুনা নদীর জল ঢুকে পড়েছিল তাজমহল চত্বরে। 

গত কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে উত্তরভারতে৷ প্রবল বৃষ্টিতে জলোচ্ছ্বাস দেখা দিয়েছে যমুনায়৷ গত কয়েক দিন ধরেই বানভাসি রাজধানী দিল্লির একাধিক এলাকা। এমনকী যমুনার জলে ডুবে গিয়েছে লালকেল্লা সংলগ্ন এলাকা। জল ঢুকে পড়েছিল দিল্লির সবচেয়ে বড় শ্মশান নিগমবোধ ঘাটেও। এ বার যমুনার জল ঢুকে পড়ল তাজমহল চত্বরেও। 

যমুনার জলে প্লাবিত দশেরা ঘাট সংলগ্ন এলাকা, ইতিমাদ উদ দৌলার সমাধিস্থল৷ জল ঢুকতে পারে রামবাগ, মেহতাব বাগ, জোহরা বাগ, চিনা কা রৌজার মতো স্মৃতিস্তম্ভেও৷ ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের (আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই) তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ওই স্মৃতিস্তম্ভগুলির কোনও ক্ষতি হয়নি। তাজমহলের বেসমেন্টেও জল ঢোকেনি৷ 

তাজমহলে এএসআই-এর সংরক্ষণ সহকারী প্রিন্স বাজপেয়ী বলেন, ‘‘বন্যায় প্রবল জলোচ্ছ্বাস দেখা দিলেও তাজমহলের মূল স্মৃতিসৌধের মধ্যে জল ঢুকতে পারবে না। কারণ এটি সেই টেকনলডিতেই তৈরি করা হয়েছে। ১৯৭৮ সালে শেষ বার যমুনার জল ছুঁয়েছিল তাজমহলের পিছনের দেওয়াল।’’ ১৯৭৮ সালের বর্ষায় দিল্লিতে যমুনার জলস্তর ২০৭.৪৯ মিটার উঠে গিয়েছিল। গত সপ্তাহে সেই রেকর্ডও ভেঙে গিয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় যমুনার জলস্তর ছিল ২০৮.৬৬ মিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =