পিংলা: বছর দুয়েক আগে বিয়ে হয়েছিল তাঁদের। মাস ছয়েক আগে এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে বাপের বাড়িতে যায় স্ত্রী। সেই যাওয়াই হল কাল৷ আর শ্বশুরবাড়িতে ফেরার নাম নেই। স্বামীর দাবি, তিনি স্ত্রীকে ফিরে আসার জন্য বহুবার অনুরোধ করেছেন৷ কিন্তু, কিছুতেই তিনি ফিরতে রাজি হননি৷ অগত্যা পোস্টার হাতে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসলেন স্বামী। সেখানে লেখা ‘আমি আমার বউকে ফেরত চাই’! তাঁকে এভাবে প্ল্যাকার্ড হাতে রাস্তায় বসতে দেখে ভিড় জমান স্থানীয়রা৷ খবর যায় পুলিশেও। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার জামানা এলাকার।
আরও পড়ুন- হেফাজতের মেয়াদ শেষে আদালতে পার্থ-সুবীরেশ, জামিনের বিরোধিতা করতে প্রস্তুত CBI
দু’বছর আগে পিংলার জামানার বাসিন্দা ওই তরুণীর সঙ্গে বিয়ে হয় মেদিনীপুর জেলার কেশপুর থানার অন্তর্গত আনন্দপুরের যুবক পীযুশ চক্রবর্তী।তাঁর বক্তব্য, স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যেতে প্রাথমিক ভাবে অনেক অনুনয়-বিনয় করেছেন তিনি। কিন্তু, তাঁর স্ত্রীর মন গলেনি৷ অগত্যা স্ত্রীকে বাড়িতে ফেরাতে রবিবার মোক্ষম চালটি চালেন ওই যুবক। পিংলার জামনায় তাঁর শ্বশুরবাড়ির সামনে প্ল্যাকার্ড হাতে হাজির হন৷ বসে পড়েন ধর্নায়৷ সেই প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘‘আমি আমার বৌকে ফেরত চাই।’’ যদিও স্থানীয় সূত্রে খবর, ওই যুবকের শেষ অস্ত্রও বৃথা হয়েছে। ধর্না দিলেও স্বামীর কাছে ফিরতে রাজি হয়নি স্ত্রী। ফলে ঘণ্টা দু’য়েকের মধ্যেই উঠে যায় ধর্না।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
