বর্ষায় নখকুনি? জানুন ৩টি অব্যর্থ হোম রেমেডি

কলকাতা: নখকুনি কিন্তু খুবই যন্ত্রণাদায়ক সমস্যা। বর্ষায় অনেকেরই নখকুনির সমস্যা হয়। হাতে হোক বা পায়ে। তাতে কাজ করতেও খুব অসুবিধা হয়। সেক্ষেত্রে নখকুনি কমাতে ব্যবহার…

Picsart 24 08 23 21 27 11 133

কলকাতা: নখকুনি কিন্তু খুবই যন্ত্রণাদায়ক সমস্যা। বর্ষায় অনেকেরই নখকুনির সমস্যা হয়। হাতে হোক বা পায়ে। তাতে কাজ করতেও খুব অসুবিধা হয়। সেক্ষেত্রে নখকুনি কমাতে ব্যবহার করতে পারেন

১) সাদা ভিনিগার: ২ কাপ উষ্ণ গরম জলে ১ কাপ সাদা ভিনিগার মিশিয়ে নিন। এই ভিনিগার মেশানো জলে মিনিট পনেরো নখকুনি আক্রান্ত আঙুলটি ডুবিয়ে রাখুন। তার পর শুকনো করে মুছে নিন। দু’-এক দিনের মধ্যেই সেরে যাবে নখকুনি।

২) টি ট্রি অয়েল: ১ চামচ নারকেল তেলে ২-৩ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। এই তেল তুলো দিয়ে নখকুনি আক্রান্ত অংশে লাগিয়ে মিনিট দশেক রেখে দিন। দিনের মধ্যে দু’-তিন বার এমনটা করতে পারলে দ্রুত সেরে যাবে নখকুনি।

৩) রসুন: ১ কাপ সাদা ভিনিগারের সঙ্গে কয়েক কোয়া রসুন কুচিয়ে মিশিয়ে নিন। এই মিশ্রণ নখকুনি আক্রান্ত অংশে লাগিয়ে পরিষ্কার কাপড় বা ব্যান্ডেজ দিয়ে বেঁধে রাখুন। যত দিন না সারছে, তত দিন এই পদ্ধতি মেনে চলুন। উপকার পাবেন।