শীঘ্রই বাজারে আসছে ক্যানসারের টিকা! বড় আশার কথা শোনা গেল

শীঘ্রই বাজারে আসছে ক্যানসারের টিকা! বড় আশার কথা শোনা গেল

51637ac58b843cd66d9ec8d0bdd1b708

কলকাতা: এই একটি রোগ নিয়ে মানুষের প্রশ্ন যেমন শেষ হয় না, তেমনই আতঙ্কও কমে না। ক্যানসার নামটি শুনলেই শরীরে যেন কম্পন শুরু হয়। বিভিন্ন রোগে টিকা বাঁ ওষুধ বাজারে চলে এলেও এই রোগের কোনও টিকা এখনও পর্যন্ত বাজারে আসা তো দূর আবিষ্কার পর্যন্ত হয়নি। হালে কয়েক বছরের মধ্যে করোনার টিকা বাজারে চলে আসার পর ক্যানসারের টিকা নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়েছে। এবার সেই নিয়েই বড় আপডেট মিলল। কোভিডের সবচেয়ে বেশি ব্যবহৃত টিকা প্রস্তুতকারী স্বামী-স্ত্রীর জুটি দাবি করলেন, আগামী কিছু বছরের মধ্যেই বাজারে আসবে ক্যানসারের টিকা।

আরও পড়ুন- এক ওষুধেই গায়েব ক্যানসার! যুদ্ধজয়ের পথে বিজ্ঞানীরা

কথা হচ্ছে, জার্মানির ওষুধ প্রস্তুতকারী সংস্থা বায়োএনটেক-এর প্রতিষ্ঠাতা উগুর সাহিন এবং ওজলেম টুরেসির জুটির। করোনা কালে এঁরাই এমআরএনএ কোভিড টিকা তৈরি করেছিলেন। করোনার টিকাকরণে বিশ্বজুড়ে তাদের এই ভ্যাকসিন ব্যবহৃত হয়েছে। তারাই এবার জানালেন, আগামী ২০৩০ সালের মধ্যে বাজারে চলে আসতে পারে ক্যানসারের টিকা। এই জুটি জানিয়েছেন, কোভিডের টিকা তৈরিতে ব্যবহৃত এমআরএনএ প্রযুক্তিই ক্যানসারের টিকা তৈরি করতে ব্যবহার করা হচ্ছে। কিন্তু তারা কী ভাবে ২০৩০ সালকে বেছে নিতে পারছেন? এক্ষেত্রে তাদের দাবি, বিগত ১০-১২ বছর ধরেই ক্যানসারের টিকা নিয়ে গবেষণা চলছে। তাই তারা মনে করছেন, ২০৩০ সালের মধ্যে তা তৈরি হয়ে বাজারে চলে আসতে পারে। যদিও এখনও অনেক গবেষণা বাকি।

এর আগে অবশ্য জানা গিয়েছিল যে, এক বিশেষ ধরণের ক্যানসার আটকানোর টিকা তৈরি হয়েছে ভারতে। ‘সেরভিক্যাল ক্যানসার’ আটকানোর জন্য টিকা প্রস্তুত করেছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই ক‌্যানসারের ক্ষেত্রেই কার্যকর হয়েছে টিকার প্রয়োগ এবং তাকে সবুজ সংকেত দিয়েছে ডিসিজিআই। সেই প্রেক্ষিতে বলা যায়, এই প্রথম ভারতে এইচপিভি-র টিকা আসতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *