কলকাতা: এমন কিছু স্বাস্থ্যবিধি, যেগুলো মেনে চললে ভরা বর্ষাতেও আপনার চোখ থাকবে একদম নিরাপদ।
বৃষ্টি এড়িয়ে চলুন: খুব প্রয়োজন না হলে বৃষ্টিতে বেরোবেন না। বৃষ্টির জল চোখে পড়লে বৃষ্টির মধ্যে থাকা জীবাণু আপনার চোখে সংক্রমণ ঘটাতে পারে। তাই চেষ্টা করবেন বৃষ্টি এড়িয়ে চলার। যদি সেটা সম্ভব নাও হয়, তাও চেষ্টা করবেন বাড়ি ফিরেই জল দিয়ে চোখ ভালো করে ধুয়ে নেওয়ার।
কন্টাক্ট লেন্স: অনেকেই আছেন যারা কন্টাক্ট লেন্স ব্যবহার করেন। কিন্তু বর্ষাকালে চেষ্টা করবেন কন্টাক্ট লেন্স ব্যবহার না করতে। আদ্র পরিবেশের কারণে কন্টাক্ট লেন্সে ব্যাকটেরিয়া জন্মাতে পারে, ফলে আপনার চোখে খারাপ প্রভাব পড়তে পারে।
মেকআপ রিমুভ: মনে করে মুখের পাশাপাশি চোখের মেকআপ করবেন ভালো করে। ঘুমোতে যাওয়ার আগে চোখের মেকআপ কাজল, মাশকারা, আইলাইনার না তুললে আপনার চোখে সংক্রমণ হতে পারে।