ওনাম উৎসবের পর কেরলে বাড়ল করোনা সংক্রমণ

ওনাম উৎসবের পর কেরলে বাড়ল করোনা সংক্রমণ

তিরুঅনন্তপুরম: হরিদ্বারের পর এবার কেরল৷ উৎসব শেষ হতেই লাফিয়ে বাড়ল কেরলের দৈনিক কোভিড ১৯ সংক্রমণ। 

গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩১ হাজার পার হয়ে গিয়েছে। মৃতের সংখ্যাও ২১৫। প্রায় ৩০ শতাংশ লাফিয়ে বেড়েছে সংক্রমণ। সংক্রমণের হার ১৯.৩ শতাংশ। কেরলের সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ৪৪৫ জন। সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এর্নাকুলাম জেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা ৪,০৪৮। তারপর ত্রিশূরে ৩,৮৬৫, কোঝিকোড়ে ৩৬৮০, মল্লপুরমে ৩৫০২, পালাক্কড়ে ২,৫৬২, কোল্লামে ২,৪৭৯, কান্নুরে ১,৯৩০ এবং তিরুঅনন্তপুরমে ১,৭০০।    

        
২১ অগস্ট কেরলে ওনাম উদযাপন হয়েছিল। আর ওনাম উৎসবকে কেন্দ্র করে জন সমাগম হয়েছিল। সেজন্যই করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত এই হারে বৃদ্ধি পেয়েছে বলে মনে করছে প্রশাসন। আগামী ৪ সপ্তাহ সতর্ক থাকার কথা বলেছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। কেরলের উদাহরণ দিয়ে অন্যান্য রাজ্যগুলিকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। তিনি পরামর্শ দিয়ে বলেন, আগত উৎসবের মরসুমে করোনার সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ করতে হবে রাজ্যগুলিকে। কেরলের করোনা বেড়ে যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে আক্রমণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরন। তিনি বলেন, ‘সাধারণ মানুষের জীবন বাঁচাতে ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =