আপনি কি কোভিড জয়ী? মুখের এই ৫ সমস্যা ব্ল্যাক ফাঙ্গালের লক্ষণ হতে পারে

আপনি কি কোভিড জয়ী? মুখের এই ৫ সমস্যা ব্ল্যাক ফাঙ্গালের লক্ষণ হতে পারে

নয়াদিল্লি: একে করোনা, সঙ্গে দোসর ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস৷ দেশ তথা বাংলার বুকেও থাবা বসাচ্ছে এই রোগ৷ ইতিমধ্যেই ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী বলে উল্লেখ করা হয়েছে৷ বেশ কয়েকজন করোনা আক্রান্ত রোগী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছে৷ যদিও স্ট্যাটিস্টিক বলছে, ১২ হাজারের বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন৷ এবং বহু ক্ষেত্রে হয়তো এই রোগের রিপোর্টই হয়নি৷ 

আরও পড়ুন- করোনা-মুক্তির পরেও নেই রেহাই! বাড়ছে নতুন অসুখের ঝুঁকি

কেন কোভিড আক্রান্ত রোগীরা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হচ্ছেন?  
চিকিৎসকরা বলছেন, মিউকোরমাইসেটেস  নতুন কোনও সংক্রমণ নয়৷ অতিরিক্ত স্টেরয়েডের ব্যবহার, দীর্ঘদিন আইসিইউ-তে থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশ কোভিড রোগীদের সেরে ওঠার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে৷ উচ্চ ডায়াবেটিস সহ ইমিউনোকম্প্রোমাইজড এর ফলে ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে৷  এর বেশ কিছু লক্ষণ রয়েছে-

দাঁত আলগা হয়ে আসা- আঘাত এবং সংক্রমণের ফলে দাঁত আলগা হয়ে যাতে পারে৷ কবে মিউকরমাইকোসিসের জন্যও দাঁত আগলা হয়ে আসতে পারে৷ কোভিড পরবর্তী সময়ে যদি দাঁতের স্থানচ্যুতি পর্যবেক্ষণ করেন তবে এটি হাড়ের এক্সপোজার (ছত্রাকের আক্রমণ) বোঝায়৷ যা সমস্যার কারণ হতে পারে।

জিভ ও মুখ বর্ণহীন হয়ে যাওয়া- জিভ ও মুখের রং ফেকাসে হয়ে গেল অবিলম্বে চিকিৎসা করানোর প্রয়োজন রয়েছে৷ 

মাড়ি ফোলা- দাঁতের গোড়া ফোলা এবং মাড়ির সংক্রমণ মিউকরমাইকোসিসের লক্ষণ হতে পারে৷ মাড়িতে পুঁজ, ব্যাথা, মাড়ি আলগা হয়ে যাওয়াও এর অন্যতম লক্ষণ৷ 

চোয়ালে ব্যাথা- যাঁরা মিউকরমাইকোসিসে আক্রান্ত, প্রথমিক স্তরে তাঁদের উপরের চোয়াল ও মুখের চারপাশে ব্যাথা অনুভব করতে পারেন৷ ছড়িয়ে পড়া সংক্রমণের জেরে চোয়ালের হাড়ের চারপাশে ব্যাথা হতে পারে৷ 

গাল ও মুখের উপর অসাড়তা- মুখ বা গালের চারপাশে অদ্ভূত সংবেদন অনুভব করা অন্যতম লক্ষণ হতে পারে৷ একদিক ফুলে ওঠা, লালছে ভাব বা তীব্র ব্যাথা ব্ল্যাক ফাঙ্গাসের প্রাথমিক লক্ষণ হতে পারে৷ 

এই সমস্যা থেকে বাঁচতে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোড় দিচ্ছেন চিকিৎসকরা৷ ওরাল হাইজিন-এর উপর নজর দিতে বলা হচ্ছে৷ শুধুমাত্র ছত্রাকের সংক্রমণ এবং জটিলতার ঝুঁকি উপেক্ষা করার জন্য নয় বরং আরও অনেক সংক্রমণের ঝুঁকি হ্রাস করতে এই সাবধানতা প্রয়োজন।  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + eleven =