টিকা না পাওয়ায় কাজ হারাতে বসেছেন একাধিক কর্মী

টিকা না পাওয়ায় কাজ হারাতে বসেছেন একাধিক কর্মী

রাজারহাট: ফের করোনা টিকা নিয়ে কেলেঙ্কারি সামনে এল৷ এবার অভিযুক্ত রাজারহাট বিষ্ণুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত৷ টিকা প্রদান করা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল রাজারহাট বিষ্ণুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। এদিকে দিনের পর দিন লাইন দিয়েও করোনা টিকা না মেলায় কাজ হারাতে চলেছেন বিভিন্ন আবাসন বা বাড়িতে কাজ করা একাধিক কর্মী৷

এলাকাবাসীর অভিযোগ, রাজারহাট বিষ্ণুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে গিয়ে দিনের পর দিন লাইন দিয়েও মিলছে না টিকা। অথচ বাইরে থেকে লোকজন এসে লাইন না দিয়েও টিকা নিয়ে চলে যাচ্ছেন৷ পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে আরও অভিযোগ যে, তারা নিজেদের আত্মীয়দের আগে ভ্যাকসিন পাইয়ে দিচ্ছে। রাজারহাটের বিভিন্ন আবাসন এবং বিভিন্ন বাড়িতে কাজ করে সংসার চালান যাঁরা, টিকা না নিয়ে সেখানে আর ঢুকতে দিচ্ছে না তাঁদের৷ ফলে করোনা টিকা না পাওয়ায় অনেকেই কাজ হারাতে বসেছেন। এতে শুধু সেই সব কর্মীরাই নন, সমস্যায় পড়েছেন তাঁদের পরিবারও৷ কারণ তাঁদের কাজের টাকায় সংসার চলে৷ কাজ চলে গেলে পরিবারগুলো পথে বসবে৷

স্থানীয়দের দাবি, ‘সুষ্ঠুভাবে প্রশাসন বা বিডিওর মাধ্যমে কোভিড ১৯ টিকা টিকা বন্টন করা হোক।’ রাজারহাট বিষ্ণুপুর ২ নম্বর পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, খুবই কম সংখ্যক টিকা তাদের কাছে আসছে৷ ফলে বন্টনের ক্ষেত্রে সমস্যা হচ্ছে৷ এক্ষেত্রে যাঁরা আগে এসে লাইন দিচ্ছেন, তাঁরা ভ্যাকসিন পাচ্ছেন। তাদের হাতে কম সংখ্যক ভ্যাকসিন এসে পৌঁছচ্ছে, এ নিয়ে বিডিও সহ বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিককে জানানোর পরও কোন সুরাহা মেলেনি বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান সাজেদা বিবি। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =