ঘামে চুল ভিজে ঝরে যাচ্ছে? কী করবেন দেখে নিন

ঘামে চুল ভিজে ঝরে যাচ্ছে? কী করবেন দেখে নিন

কলকাতা: শরীরের একটি সৌন্দর্য হল চুল৷ চুল উঠতে শুরু করলে সবাই চিন্তিত হয়ে পড়েন৷ বর্ষাকাল হলেও, অস্বস্তিকর গরম রয়েছে। আর সঙ্গে আর্দ্রতায় ঘেমে নেয় চুলের বারোটা বেজে যাচ্ছে৷ রোজই ঘুম থেকে উঠলে বালিশে ভর্তি ঝরে পরে থাকছে বা চুল আঁচড়ানোর সময় চিরুনি ভর্তি চুল ঝরে পড়ছে? 

বর্ষাকালে শুধু বৃষ্টির সময়টুকু ছাড়া বাকিটা ভীষণ গরম৷ ফলে অতিরিক্ত উষ্ণতার সঙ্গে অস্বস্তিকর আর্দ্রতা। ফলে ঘাম বেশি হয়৷ চুলের গোড়ায় সেই ঘাম বসে চুল দুর্বল হয়ে যায়৷ আর তাতেই চুল ঝরতে শুরু করে৷ এ ছাড়াও ঘাম ও মাথার স্কাল্পের স্বাভাবিক তেলের ফলে চুল তৈলাক্ত হয়ে জট পড়ে যায়। ফলে চুল আঁচড়ানোর সময় চিরুনিতে চুল জড়িয়ে যায়। চুলের ফুরফুরে ভাবও নষ্ট হয়ে যায়। ফলে চুলের দফারফা হওয়ার আগেই তার যত্ন নেওয়া দরকার। কিছু সহজ ঘরোয়া টোটকা ব্যবহার করলেই সুন্দর ঘন চুল পাওয়া যায়৷ 

একদিন অন্তর অবশ্যই শ্যাম্পু করা উচিত৷ শ্যাম্পু করার সময় আঙুল দিয়ে হালকা হাতে মাথায় ম্যাসাজ করে কোনও ভাল কন্ডিশনার লাগানো উচিত।

একটি পাত্রে তিন-চার চামচ পাতিলেবুর রসে অল্প পরিমাণে জল মিশিয়ে চুলের গোড়ায় আলতো হাতে ম্যাসাজ করে ৩০ মিনিট রেখে দিন৷ তার পর তিন-চার চামচ নারকেল তেল বা আমন্ড তেল নিয়ে তা মাথায় ম্যাসাজ করতে হবে। ৩০ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে দু’ দিন স্নান করার আগে এটি করলে চুলের গোড়া মজবুত হবে।

এছাড়া সারা রাত চাল ধুয়ে রেখে দিয়ে সকালে সেই জলে মধু, অ্যালোভেরা জেল, শ্যাম্পু মিশিয়ে মাথায় আলতো হাতে লাগিয়ে তিন মিনিট রেখে ধুয়ে ফেললে চুল মসৃণ হবে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 10 =