ভোটের আগে আরও ৭ মেডিক্যাল কলেজ গড়বে রাজ্য

কলকাতা: আরও ৭টি মেডিক্যাল কলেজ পেতে চেলেছে বাংলা৷ প্রায় দু’হাজার কোটি টাকা খরচে এই সাতটি মেডিক্যাল কলেজ হাসপাতাল গড়তে চলেছে রাজ্য৷ নয়া এই ব্যবস্থা কার্যকর হলে প্রায় সাড়ে তিন হাজার শয্যা বাড়বে বলে খবর৷ স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, সাতটি নতুন মেডিক্যাল কলেজ হাসপাতাল তৈরির জন্য ছ’একর জমি প্রয়োজন৷ প্রতিটিতে মেডিক্যাস কলেজ হাসপাতালে থাকবে অন্তত ৫০০টি

ভোটের আগে আরও ৭ মেডিক্যাল কলেজ গড়বে রাজ্য

কলকাতা: আরও ৭টি মেডিক্যাল কলেজ পেতে চেলেছে বাংলা৷ প্রায় দু’হাজার কোটি টাকা খরচে এই সাতটি মেডিক্যাল কলেজ হাসপাতাল গড়তে চলেছে রাজ্য৷ নয়া এই ব্যবস্থা কার্যকর হলে প্রায় সাড়ে তিন হাজার শয্যা বাড়বে বলে খবর৷

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, সাতটি নতুন মেডিক্যাল কলেজ হাসপাতাল তৈরির জন্য ছ’একর জমি প্রয়োজন৷ প্রতিটিতে মেডিক্যাস কলেজ হাসপাতালে থাকবে অন্তত ৫০০টি শয্যা৷ একই সঙ্গে ডাক্তারি পড়ুয়াদের ১০০টি আসন বরাদ্দ রাখা হচ্ছে বলে খবর৷ প্রথম ধাপে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে অন্তত পাঁচটি মেডিক্যাল কলেজ হাসপাতাল চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷

জানা গিয়েছে, খুব সম্ভবর এই নতুন মেডিক্যাল কলেজগুলি বারাসত, উলুবেড়িয়া, আরামবাগ, তমলুক ও ঝাড়গ্রামে গড়ে উঠতে পারে৷ দ্বিতীয় পর্যায়ে জলপাইগুড়ি ও পশ্চিম বর্ধমানে আরও দু’টি মেডিক্যাল কলেজ নির্মাণের সম্ভবনা রয়েছে৷ নয়া এই ব্যবস্থা কার্যকর হলে রাজ্যে মোট মেডিক্যাল কলেজ হাসপাতালের সংখ্যা ১৮ থেকে বেড়ে হবে ২৫-এ গিয়ে দাঁড়াবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + nine =