AIDS রোগের সঙ্গে করোনার সংযোগ কী? চাঞ্চল্যকর তথ্য গবেষণায়

AIDS রোগের সঙ্গে করোনার সংযোগ কী? চাঞ্চল্যকর তথ্য গবেষণায়

কলকাতা: করোনায় আক্রান্ত হলে শরীরের একাধিক অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়, এই তথ্য অনেক আগে থেকেই পাওয়া গিয়েছিল। সেই প্রেক্ষিতেই কোমরবিডিটি রোগীদের বিশেষভাবে দেখাভালের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। অন্য কোনও রোগের ওপর করোনার প্রভাব মারাত্মক হতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে এবং তা নিয়ে চলছে গবেষণাও। হালে দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন প্রজাতি ধরা পড়েছিল যা পরে বিশ্বজুড়ে ছেয়ে গিয়েছে। কিন্তু ওমিক্রনের পাশাপাশি সেখানে বাড়বাড়ন্ত ঘটেছে এইডসের। তাই বিজ্ঞানীরা এই দুই রোগের কোনও যোগাযোগ রয়েছে কিনা, তা পরীক্ষা করার চেষ্টা করেন। সেই থেকেই পাওয়া গিয়েছে অবাক করা তথ্য।

আরও পড়ুন- স্কুল খোলার দাবিতে SFI-এর বিক্ষোভ, পুলিশি বাধায় ধুন্ধুমার বারাসতে, উত্তপ্ত কলকাতাও

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, এক ২২ বছরের AIDS আক্রান্তের শরীরে ২১ বার নিজের রূপ বদলেছে করোনা। অর্থাৎ একটি শরীরে ২১ বার মিউটেশন ঘটেছে এই ভাইরাসের! গবেষকরা এই তথ্য জানতে পেরে রীতিমত অবাক। পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় প্রায় ৮২ লক্ষ মানুষ AIDS আক্রান্ত। বিশ্বের যে কোনও দেশের তুলনায় তা বেশি। আর এতজন রোগীর মধ্যে অনেকেই করোনা আক্রান্ত হয়েছে। বিজ্ঞানীদের অভিমত, AIDS রোগীদের মধ্যেই করোনা এতবার নিজেকে পরিবর্তন করেছে যে তার থেকেই ওমিক্রনের উৎপত্তি। কারণ ভাইরাসের যে কোনও রূপ তৈরির জন্য এতবার মিউটেশন যথেষ্ট। যদিও এই একই গবেষণায় প্রকাশ পেয়েছে যে, সব AIDS রোগীদের শরীরে একই ভাবে প্রভাব ফেলে না করোনা। কিন্তু কেন?

জানা গিয়েছে, যে সমস্ত AIDS রোগীরা নিয়মিত চিকিৎসা করান, ওষুধ নেন এবং সচেতন থাকেন, তাদের মধ্যে করোনার সেই প্রভাব নেই। কিন্তু যারা অসচেতন, AIDS নিয়ে অত গুরুত্ব দেন না এবং কোভিড বিধি মেনে চলেন না, তাদের শরীরেই মারাত্মক প্রভাব ফেলছে এই ভাইরাস। আর এবার হয়তো এই গবেষণা থেকে এটাও জানা গেল যে, দক্ষিণ আফ্রিকায় হঠাৎ নতুন করোনা প্রজাতির হদিশ মিলল কী ভাবে। তবে এই নিয়ে আরও পরীক্ষা-নিরিক্ষা প্রয়োজন বলেই গবেষকদের একাংশের মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =