সদ্যোজাত থেকে ১৯ বছর বয়সিদের বেশি থাবা দিচ্ছে করোনা!

সদ্যোজাত থেকে ১৯ বছর বয়সিদের বেশি থাবা দিচ্ছে করোনা!

নয়াদিল্লি: প্রথম এবং দ্বিতীয় ঢেউ পেরিয়ে যাবার পর এবার করোনাভাইরাস তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। এই ঢেউয়ের শিশুদের সংক্রমণ বেড়ে যাবে বলে প্রথম থেকেই আশঙ্কা করা হয়েছিল। সেই প্রেক্ষিতে শিশুদের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে আরো বেশি করে। এবার যে গবেষণা সামনে এসেছে তা ইঙ্গিত দিচ্ছে যে, সদ্যোজাত থেকে ১৯ বছর বয়সিদের বেশি সংক্রমণ ঘটেছে করোনায়। সম্প্রতি এমন দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমনকি তাদের বক্তব্য, ছেলেদের তুলনায় মেয়েরা বেশি আক্রান্ত হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা দাবি করছে, এই সময় ১৯ বছর বয়সী পর্যন্ত মানুষের মধ্যে সংক্রমণ ব্যাপক হারে বাড়ছে এবং ভ্যাকসিন নেওয়া থাকলেও খুব একটা নিস্তার মিলছে না কারণ ডেল্টা ভ্যারিয়েন্ট অনেক বেশি সক্রিয় হয়ে উঠছে। ভারতের একাধিক অঞ্চল জুড়ে কমপক্ষে ১০ হাজার আক্রান্তের ওপর সমীক্ষা চালানোর পর এই গবেষণা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমনকি ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য আক্রান্তদের মধ্যে আরো বেশি শারীরিক অসুস্থতা লক্ষ্য করা যাচ্ছে। প্রথম দিকে ভাইরাস আক্রান্তদের গড় বয়স যা ছিল এখন তুলনামূলকভাবে সেটি কমে গিয়েছে। একই সঙ্গে হাসপাতালে ভর্তি হওয়া ভাইরাস আক্রান্ত রোগীদের মধ্যেও বয়সের তারতম্য লক্ষ্য করা যাচ্ছে এই সময়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরো জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির মধ্যে করোনা পরিস্থিতি আগের চেয়ে স্থিতিশীল। বেশ কিছু জায়গায় সংক্রমণের হার নিম্নমুখীও। তবে চলতি সপ্তাহে সবচেয়ে বেশি সংখ্যক সংক্রমণের খবর মিলেছে ভারত থেকেই। মৃত্যুর ক্ষেত্রেও অনেকটাই এগিয়ে এই দেশ।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৭৪০ জন। একই সময় মৃত্যু হয়েছে ২৪৮ জনের। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ৩৬ হাজার ৬৪৩ জন, যা ২০৬ দিনে সর্বনিম্ন। এই মুহূর্তে দেশের সুস্থতার হার ৯৭.৯৬ শতাংশ। কেন্দ্র চাইছে আগামী কয়েক দিনের মধ্যেই ১০০ কোটি ভ্যাকসিন ডোজ দিতে। তাতে করোনা তৃতীয় ঢেউয়ের সঙ্গে আরও পরিণত হয়ে লড়াই করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =