মুম্বই: ভিড়ের সময় অতিরিক্ত যাত্রী ও ঠেলাঠেলির কারণে লোকাল ট্রেন থেকে পড়ে চারজনের মৃত্যু হল মুম্বইয়ে। ঘটনায় ছয়জন আহত হয়েছেন। রেলওয়ে সূত্রে খবর, দিভা এবং মুম্ব্রা স্টেশনের মধ্যে ট্রেনটি বাঁক নেওয়ার সময় হঠাৎ ঝাঁকুনির কারণে এই দুর্ঘটনা ঘটে। তখন ট্রেনের ফুটবোর্ডে থাকা যাত্রীরা একে অপরের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়।
জানা গিয়েছে, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সিএসএমটি) থেকে আসা কাসারাগামী ট্রেনটি দিভা-মুম্ব্রা এলাকা দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। নিহত চারজনের নাম কেতন সরোজ (২৩), রাহুল গুপ্তা (২৭), ভিকি মুখ্যদল (৩৪) এবং ময়ূর শাহ (৪৪)। আহত যাত্রীরা হলেন- শিবা গাওলি (২৩), আদেশ ভৈর (২৬), রেহান শেখ (২৬), অনিল মোরে (৪০), তুষার ভগত (২২), মনীশ সরোজ (২৬), মচ্ছিন্দ্র গোটার্নে (৩৯), স্নেহা ধোন্ডে (২১) এবং প্রিয়াঙ্কা ভাটিয়া (২৬)।
মধ্য রেলওয়ের সিপিআরও ডঃ স্বপ্নীল নীলা বলেছেন, “কাসারাগামী লোকাল ট্রেনের গার্ড আমাদের জানান যে ছয় যাত্রীকে ডাউন-থ্রু ট্র্যাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে। অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছানোর পর আমরা জানতে পারি যে আটজন যাত্রী ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে যে যাত্রীরা ফুটবোর্ডে ছিলেন। কখনও কখনও ট্রেনে জায়গা থাকা সত্ত্বেও যাত্রীরা ফুটবোর্ডে দাঁড়িয়ে ভ্রমণ করেন।” তবে এর সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে। এর ফলে ঘটনার কারণ নির্ধারণের সুবিধা হবে বলে জানিয়েছেন তিনি।