এবার কাণ্ড কেদারনাথে, চারধামের পথে ভেঙে পড়ল হেলিকপ্টার

কেদারনাথ : আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার পর এবার কাণ্ড কেদারনাথে। রবিবার ভোরে রুদ্রপ্রয়াগ জেলার গৌরীকুণ্ডের কাছে একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। কেদারনাথ থেকে চারধাম তীর্থযাত্রীদের নিয়ে…

কেদারনাথ : আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার পর এবার কাণ্ড কেদারনাথে। রবিবার ভোরে রুদ্রপ্রয়াগ জেলার গৌরীকুণ্ডের কাছে একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। কেদারনাথ থেকে চারধাম তীর্থযাত্রীদের নিয়ে যাচ্ছিল হেলিকপ্টারটি। ঘটনায় দুই বছরের একটি শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে সামনের দৃশ্য পরিষ্কার ছিল না। তাই এই দুর্ঘটনা ঘটে। ইন্সপেক্টর জেনারেল (আইনশৃঙ্খলা) নীলেশ ভার্নে বলেন, “রবিবার ভোর ৫.২০ মিনিটে কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে হেলিকপ্টারটি নিখোঁজ হয়ে যায়। গৌরীকুণ্ডে এটি ভেঙে পড়ে। এর ফলে সাতজনের মৃত্যু হয়।” দুর্ঘটনাস্থল ছিল গৌরীকুণ্ড থেকে প্রায় ৫ কিলোমিটার উঁচুতে, গৌরী মাই খার্ক।

নিহতদের মধ্য়ে রয়েছেন জয়পুরের ক্যাপ্টেন রাজবীর সিং চৌহান। তিনি এই হেলিকপ্টারের পাইলট ছিলেন। এছাড়া ছিলেন উত্তরাখণ্ডের উখিমঠের বিক্রম রাওয়াত, উত্তরপ্রদেশের বিনোদ দেবী এবং তৃষ্টি সিং, মহারাষ্ট্রের রাজকুমার সুরেশ জয়সওয়াল, শ্রদ্ধা রাজকুমার জয়সওয়াল এবং দুই বছর বয়সী কাশী।

হেলিকপ্টারটিতে এই সাতজনই। সবারই ঘটনাস্থলে মৃত্যু হয়। উদ্ধার কাজ এখনও চলছে। এনডিআরএফ এবং এসডিআরএফের দল দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি (ইউসিএডিএ) এক বিবৃতিতে এই খবর জানিয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।