এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় মৃত ২৬৫, জীবিত মাত্র ১! তদন্তে ফরেনসিক দল

Ahmedabad Air India Crash দেশের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী রইল গুজরাট। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশ্যে যাত্রা শুরু করা এয়ার…

Ahmedabad Air India Crash

Ahmedabad Air India Crash

দেশের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী রইল গুজরাট। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশ্যে যাত্রা শুরু করা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI171, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি ওড়ার কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে একটি মেডিক্যাল কলেজের হস্টেলের ওপর। ভয়াবহ বিস্ফোরণে মুহূর্তের মধ্যে ছাই হয়ে যায় বিমানটি এবং সেখানে থাকা অধিকাংশ যাত্রী। সরকারি হিসেবে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৬৫৷ অলৌকিক ভাবে বেঁচে আছেন মাত্র একজন সওয়ারি৷

‘Mayday’ সংকেত

বিমানটি আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়ে দুপুর ১টা ৩৯ মিনিটে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই এটিসি (এয়ার ট্র্যাফিক কন্ট্রোল)-কে ‘Mayday’ সংকেত পাঠানো হয়, অর্থাৎ বিমানটি তীব্র সংকটে রয়েছে। তার পরেই বিমানটি হঠাৎ উচ্চতা হারাতে শুরু করে এবং মেঘানিনগর এলাকার একটি মেডিক্যাল কলেজের হস্টেল ব্লকে ভয়ানকভাবে ভেঙে পড়ে। ঠিক মধ্যাহ্নভোজের সময় হওয়ায় কলেজ হস্টেলে থাকা বহু শিক্ষার্থী ও কর্মীও এই দুর্ঘটনায় প্রাণ হারান।

এক প্রত্যক্ষদর্শীর তোলা ভিডিওতে দেখা গিয়েছে, বিমানটি আকাশে এক মুহূর্তের জন্য ভেসে থাকতে পারলেও, দ্রুত গতি হারিয়ে মাটিতে ধাক্কা মারে এবং সঙ্গে সঙ্গে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার তীব্রতায় দগ্ধ হয়ে যান অধিকাংশ যাত্রী ও হস্টেলে থাকা ব্যক্তিরা। উদ্ধারকারীরা জানিয়েছেন, জেট ফুয়েলের বিস্ফোরণে তাপমাত্রা পৌঁছেছিল প্রায় ১০০০ ডিগ্রি সেলসিয়াসে, যার মধ্যে কাউকে বাঁচিয়ে তোলা প্রায় অসম্ভব ছিল।

বিমানে ছিলেন ২৪২ জন যাত্রী Ahmedabad Air India Crash

বিমানটিতে ছিলেন মোট ২৪২ জন—এর মধ্যে ২৩৮ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য।
যাত্রীদের মধ্যে ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, ৭ জন পর্তুগিজ, ১ জন কানাডীয়ান।এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে অন্যতম হলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা বিজয় রূপানি, যিনি সরকারি সফরে লন্ডনে যাচ্ছিলেন।

সবচেয়ে বিস্ময়কর ঘটনা হল-এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণে বেঁচে গিয়েছেন কেবল একজন যাত্রী। তাঁর নাম বিশ্বাস কুমার রমেশ৷ তিনি একজন ব্রিটিশ নাগরিক, যিনি বিমানের ১১A নম্বর সিটে, বাম দিকের এমারজেন্সি দরজার পাশে বসেছিলেন। রমেশ জানিয়েছেন, বিমানটি ভেঙে পড়ার সময় তাঁর আসনটি বিমানের মূল কাঠামো থেকে ছিটকে গিয়ে ধ্বংসের কেন্দ্র থেকে দূরে পড়ে যায়। ফলে তিনি আগুনের মুখে পড়েননি। তাঁর কথায়, “বিমানটা ভেঙে গেল আর আমার সিটটা আলাদা হয়ে গেল। আমি লাফ দিইনি, ছিটকে পড়েছিলাম। তাই বেঁচে গেছি।” বর্তমানে তিনি আহমেদাবাদ সিভিল হাসপাতালের ট্রমা কেয়ারে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত।

অকুস্থলে যান প্রধানমন্ত্রী

দুর্ঘটনার খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সকালেই আহমেদাবাদে পৌঁছে যান। তিনি প্রথমে ঘটনাস্থল পরিদর্শন করেন, পরে যান আহমেদাবাদ সিভিল হাসপাতাল এবং আহত রমেশের সঙ্গে দেখা করে কথা বলেন। প্রধানমন্ত্রী এই দুর্ঘটনাকে “স্তম্ভিত ও শোকাহত করার মতো” ঘটনা বলে বর্ণনা করেছেন। তিনি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কে. রামমোহন নাইডুকে ঘটনাস্থলে যাবার নির্দেশ দেন এবং উদ্ধার ও তদন্তের যাবতীয় বিষয় তদারক করার দায়িত্ব দেন।

NDRF, সেনা, CISF এবং দমকল বাহিনী একযোগে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। দুর্ঘটনার ফলে পুরো হস্টেলটি কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ফ্লাইটের ব্ল্যাক বক্স খোঁজার জন্য ১ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে তল্লাশি চলছে। ব্ল্যাক বক্সের মাধ্যমে বোঝা যাবে ঠিক কী কারণে এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটল।

ক্ষতিপূরণ ঘোষণা

এই দুর্ঘটনাটি বিশ্বের মধ্যে প্রথম যেখানে একটি Boeing 787 Dreamliner এইভাবে বিধ্বস্ত হল। বোয়িং সংস্থার CEO কেলি ওর্টবার্গ শোক প্রকাশ করে জানান, একটি উচ্চপর্যায়ের প্রযুক্তিগত বিশেষজ্ঞ দলকে তদন্তে সহায়তা করতে পাঠানো হচ্ছে।

টাটা গ্রুপ, যারা বর্তমানে এয়ার ইন্ডিয়ার মূল নিয়ন্ত্রণকারী সংস্থা, জানিয়েছে প্রত্যেক মৃত যাত্রীর পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে৷ আহতদের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করবে সংস্থা৷ এবং ধ্বংসপ্রাপ্ত মেডিক্যাল কলেজের পরিকাঠামো পুনরুদ্ধারে সাহায্য করা হবে।

India: Gujarat witnesses India’s worst air disaster: Air India Flight AI171 Boeing 787 crashed in Ahmedabad, killing 265, including ex-CM Vijay Rupani. Learn about the ‘Mayday’ signal, the tragic explosion, and the miraculous survival of one passenger. Get comprehensive updates on this devastating event.