ধ্বংসস্তূপে জীবিত ‘বিশ্বাস’! এয়ার ইন্ডিয়া AI171 দুর্ঘটনার অলৌকিক গল্প

আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়া এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI171 ভেঙে পড়ে ২৬৫ জনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এই দুর্ঘটনায় খানিক অলৌকিক ভাবেই প্রাণে…

Ahmedabad Plane Crash Survivor

আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়া এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI171 ভেঙে পড়ে ২৬৫ জনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এই দুর্ঘটনায় খানিক অলৌকিক ভাবেই প্রাণে বেঁচে গিয়েছেন এক যাত্রী৷ তিনি ব্রিটিশ নাগরিক৷ নাম বিশ্বাস কুমার রমেশ৷

এমারজেন্সি দরজার পাশে বসেছিলেন রমেশ

বিশ্বাস বিমানের বাঁ পাশের জরুরি নির্গমন দরজার পাশে ১১এ নম্বর সিটে বসেছিলেন৷ তিনি জানান,  বিমানটি আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে এবং তার আসনটি মূল বিমানের কাঠামো থেকে ছিটকে বেরিয়ে যায়। ফলে আগুনে পুড়ে যাওয়া থেকে তিনি রক্ষা পান। আহমেদাবাদ সিভিল হাসপাতালের চিকিৎসকদের রমেশ বলেন, “বিমানটা ভেঙে যায়, আর আমার আসনটি ছিটকে যায়। সেই কারণেই আমি বেঁচে গেছি।” তিনি আরও জানান, তিনি ইচ্ছাকৃতভাবে লাফ দেননি, বরং বিমানের ভেঙে পড়ার সময় আসনসহ ছিটকে পড়েন। বর্তমানে তিনি হাসপাতালের ট্রমা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রক্তাক্ত ও আহত অবস্থায় বিশ্বাস একটি অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে যাচ্ছেন, আর জনতা তাকে বিমানে থাকা অন্য যাত্রীদের নিয়ে প্রশ্ন করছেন।

মেডিকেল কলেজের হেস্টেলের উপর ভেঙে পড়ে বিমান Ahmedabad Plane Crash Survivor

বৃহস্পতিবার দুপুর ১টা ৩৯ মিনিটে আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়ার কিছুক্ষণ পরেই বিমানটি বিখ্যাত বিজে মেডিকেল কলেজের একটি হোস্টেলের উপর ভেঙে পড়ে। বিধ্বস্ত বিমানে ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি ৬০০ থেকে ৮০০ ফুট উঁচুতে ওঠার পরই হঠাৎ আগুন ধরে গিয়ে দ্রুত নিচে পড়ে যায়। আকাশে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায় কয়েক কিলোমিটার দূর থেকে। বিধ্বস্ত বিমানের বিভিন্ন অংশ ল্যান্ডিং গিয়ার, ফিউসেলাজ, টেইল সেকশন কলেজ ভবনের বিভিন্ন অংশে গাঁথা অবস্থায় পাওয়া যায়।

‘মেডে’ সংকেত

এয়ার ট্রাফিক কন্ট্রোল জানিয়েছে, পাইলট ছাড়ার কিছুক্ষণ পরেই ‘মেডে’ সংকেত পাঠিয়েছিলেন, যার মানে হলো বিমানটি সম্পূর্ণ জরুরি অবস্থায় ছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বিমানের ব্ল্যাক বক্স  ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার খোঁজার কাজ চলছে, যাতে শেষ মুহূর্তে ঠিক কী ঘটেছিল, তা বোঝা যায়।

এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, বিমানে থাকা ২৩০ জন যাত্রীর মধ্যে ১৬৯ জন ছিলেন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ ও ১ জন কানাডিয়ান নাগরিক। ক্রু সদস্য ছিলেন ১২ জন। বিমানে ছিলেন ভারতের প্রাক্তন গুজরাট মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা বিজয় রূপানি৷

India: Witness the miraculous survival of British citizen Vishwas Kumar Ramesh, the sole survivor of the Ahmedabad Air India Flight AI171 crash that killed 265. Learn how his emergency exit seat ejected, saving him from the inferno. Get details on the BJ Medical College hostel impact and the unfolding tragedy.