২৪২ জন যাত্রী নিয়ে আহমেদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান, বহু মৃত্যুর আশঙ্কা

আমেদাবাদ: আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ানের  কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। ঘটনাটি ঘটেছে গুজরাটের ঘনবসতিপূর্ণ এলাকা মেঘানিনগরে। এআই-১৭১ নম্বরের এই আন্তর্জাতিক ফ্লাইটটি…

ahmedabad plane crash

আমেদাবাদ: আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ানের  কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। ঘটনাটি ঘটেছে গুজরাটের ঘনবসতিপূর্ণ এলাকা মেঘানিনগরে। এআই-১৭১ নম্বরের এই আন্তর্জাতিক ফ্লাইটটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে লোকালয়ের মধ্যে ভেঙে পড়ে।

দুর্ঘটনার পরই আগুন

বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। চারদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়, আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। এখনও পর্যন্ত অন্তত সাতটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে মোতায়েন হয়েছে। বিমান থেকে বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে আহমেদাবাদ সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে।

যাত্রী সংখ্যা নিয়ে বিভ্রান্তি ahmedabad plane crash

বিমানটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা এখনো স্পষ্ট নয়। সংবাদসস্থা এএনআই-কে গুজরাট পুলিশ জানিয়েছে, যাত্রী ও ক্রু সদস্য মিলিয়ে অভিশপ্ত বিমানে ২৪২ জন আরোহী ছিলেন৷ অন্যদিকে, আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বিমানটিতে ছিলেন মোট ১৩৩ জন।

পুলিশ ও প্রশাসনের অবস্থান

আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক জানিয়েছেন, “মেঘানিনগরে একটি বিমান দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। এটি যাত্রীবাহী বিমান বলেই প্রাথমিকভাবে অনুমান। তবে এখনই বিমানের ধরন নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।”

ক্ষয়ক্ষতির আশঙ্কা

যেহেতু বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়েছে, তাই খুব বেশি উচ্চতায় পৌঁছতে পারেনি। ফলে ধ্বংসস্তূপ লোকালয়ে ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতির আশঙ্কা অনেকটাই বলে মনে করা হচ্ছে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি একেবারে নিচ দিয়ে উড়ছিল এবং আচমকাই বিকট শব্দে ভেঙে পড়ে।

সরকারি প্রতিক্রিয়া ও তৎপরতা

দুর্ঘটনার খবর পেয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল-কে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি রাজ্য সরকারকে প্রয়োজনীয় সবরকম সহায়তা করার আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী রামমোহন নায়ডু দিল্লি থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

এয়ার ইন্ডিয়ার বিবৃতি

এয়ার ইন্ডিয়া তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে জানিয়েছে, “ফ্লাইট AI-171, আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকগামী একটি বিমান, আজ একটি গুরুতর দুর্ঘটনার মুখে পড়েছে। আমরা ঘটনাটির বিস্তারিত তথ্য সংগ্রহ করছি এবং শীঘ্রই অফিসিয়াল আপডেট শেয়ার করা হবে।”

দুর্ঘটনাস্থলের আশপাশের সমস্ত রাস্তা ঘিরে রাখা হয়েছে। উদ্ধারকাজ চলছে। কিছু যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে, তবে মৃত্যুর সংখ্যা এখনও সরকারিভাবে নিশ্চিত নয়।

India: An Air India passenger plane, AI-171, bound for London Gatwick, crashed minutes after takeoff from Ahmedabad airport in Meghaninagar, Gujarat. The aircraft burst into flames upon impact, spreading panic. Firefighters are on scene, and injured passengers have been rushed to Ahmedabad Civil Hospital. Passenger count remains unconfirmed.