অমরনাথ যাত্রা শুরুর আগে বড় ধরনের সন্ত্রাসী হামলার আশঙ্কায় উদ্বেগ বাড়ছে কেন্দ্রীয় ও রাজ্য প্রশাসনে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি গত সপ্তাহে একটি উচ্চ-ঝুঁকির সতর্কবার্তা জারি করেছে। সেই অনুযায়ী, জম্মু-কাশ্মীরের পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে সতর্ক করা হয়েছে।
অমরনাথ যাত্রায় হামলার পরিকল্পনা TRF-এর
গোয়েন্দা সূত্রে খবর, পাক-সমর্থিত জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার (LeT) ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF) অমরনাথ যাত্রার সময় হামলা চালানোর পরিকল্পনা করছে। TRF সম্প্রতি পহেলগাঁও এলাকায় একটি হামলার পেছনেও ছিল বলে জানা গিয়েছে।
এই পরিস্থিতিতে পহেলগাঁও ও বালতাল- দুই প্রধান যাত্রাপথেই ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিদিন প্রায় ৩০,০০০ তীর্থযাত্রী এই দুটি রুট ব্যবহার করে পবিত্র গুহার উদ্দেশ্যে যাত্রা করেন। বিশেষ উদ্বেগের বিষয় হল, পাহেলগামের হামলার দায়ীরা এখনও পলাতক এবং তারা পীর পাঞ্জাল অঞ্চলের জঙ্গলে লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহ।
একাধিক নিরাপত্তা সতর্কবার্তা রয়েছে গোয়েন্দাদের কাছে Amarnath Yatra Terror Alert
সাংবাদিকদের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, শুধু এই একটি ইনপুট নয়, আরও একাধিক নিরাপত্তা সতর্কবার্তা রয়েছে গোয়েন্দা সংস্থার কাছে। এর প্রেক্ষিতে এবার অমরনাথ যাত্রার নিরাপত্তায় অভূতপূর্ব ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো এলাকা ভাগ করা হয়েছে ছোট ছোট সিকিউরিটি জোনে, প্রতিটি জোনে রয়েছে বিভিন্ন বাহিনীর চৌকস দল। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন এবং CRPF-এর মহাপরিচালক জম্মু-কাশ্মীরে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। পাশাপাশি, ইন্টেলিজেন্স ব্যুরোর উচ্চপদস্থ কর্তারাও মাটি পর্যায়ে নজরদারি চালিয়েছেন।
হেলিকপ্টার পরিষেবা থাকছে না
উল্লেখযোগ্যভাবে, চলতি বছরে যাত্রার পথে কোনো ধরনের হেলিকপ্টার পরিষেবা থাকছে না। গোটা অঞ্চলকে ‘নো-ফ্লাই জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রতিটি সম্ভাব্য হুমকি বিবেচনায় নিয়েই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তীর্থযাত্রীদের নিরাপত্তায় কোনো খামতি রাখা হবে না।
India: Amarnath Yatra 2025 faces high terror alert from TRF (LeT offshoot), prompting unprecedented security measures. With a “no-fly zone,” extensive security zones, and no helicopter services, authorities like Govind Mohan and CRPF DG are overseeing preparations to ensure pilgrim safety amid multiple intelligence warnings.