‘ক্ষয়ক্ষতি নয়, ফলাফলটাই আসল,’ বিতর্কের মাঝেই অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য জেনারেল চৌহানের

পুণে: সম্প্রতি অপারেশন সিঁদুরের সময় ভারতের সামরিক ক্ষতির বিষয়টি নিয়ে বিতর্কের মাঝেই চিফ অব ডিফেন্স স্টাফ (সিওডিএস) জেনারেল অনীল চৌহান বললেন, ক্ষতি কমিয়ে দেখার নয়,…

CDS Anil Chauhan Statement

পুণে: সম্প্রতি অপারেশন সিঁদুরের সময় ভারতের সামরিক ক্ষতির বিষয়টি নিয়ে বিতর্কের মাঝেই চিফ অব ডিফেন্স স্টাফ (সিওডিএস) জেনারেল অনীল চৌহান বললেন, ক্ষতি কমিয়ে দেখার নয়, মূল কথা হলো অভিযানের সাফল্য ও ফলাফল। মঙ্গলবার পুনে বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

যুদ্ধের প্রকৃতিকে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ CDS Anil Chauhan Statement

জেনারেল চৌহান বলেন, “যুদ্ধের প্রকৃতিকে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানতাম যে আমাদের ড্রোন প্রতিরোধ ব্যবস্থা উন্নত৷ ঝুঁকি সম্পর্কে আমরা সচেতন ছিলাম। একজন পেশাদার সৈনিকের কাজ হলো ব্যর্থতার মুখে হতাশ না হয়ে তা থেকে শিক্ষা নেওয়া এবং শক্ত হয়ে সামনে এগিয়ে চলা। ক্ষতি নয়, ফলাফলই মূল বিষয়।”

তিনি আরও জানান, “সেনাবাহিনী যখন কোনও অভিযান পরিচালনা করে, তখন ক্ষতি হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু সেটি আমাদের মনোবলকে দমিয়ে দিতে পারে না। ভুলের স্বীকারোক্তি করা এবং তা থেকে শিক্ষা নিয়ে উন্নতি করা হলো আমাদের পেশাগত দায়িত্ব। আমরা যেন কখনোই পিছিয়ে বসি না।”

সামরিক ক্ষতির প্রসঙ্গে মন্তব্যে সমালোচনা CDS Anil Chauhan Statement

জেনারেল চৌহান এর আগে অপারেন সিঁদুরের সময় ভারতের সামরিক ক্ষতির প্রসঙ্গে বেশ কিছু মন্তব্য করায় সমালোচনার মুখে পড়েন। অনেকেই তাঁর বক্তব্যকে সেনাবাহিনীর মর্যাদার প্রতি অবজ্ঞাসূচক হিসেবে দেখেছিলেন। কিন্তু মঙ্গলবারের এই অনুষ্ঠানে তিনি স্পষ্ট করলেন, তার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধের বাস্তবতা তুলে ধরা।

তিনি বলেন, “যুদ্ধ মানেই ঝুঁকি, ভুল, এবং সেসব থেকে শিক্ষা নেওয়া। সামরিক বাহিনীকে সেগুলো বুঝে কাজ করতে হয়। আমাদের প্রযুক্তি উন্নত হয়েছে, আমাদের প্রস্তুতিও বেশি। কিন্তু পুরোপুরি ক্ষতি থেকে মুক্ত থাকা সম্ভব নয়। তাই ক্ষতির বদলে আমরা ফলাফলের দিকে নজর দেই।”

জেনারেল চৌহানের এই বক্তব্য সামরিক নেতাদের পেশাগত দৃঢ়তা এবং সংকট মোকাবিলার মানসিকতার একটি উজ্জ্বল উদাহরণ। সেনাবাহিনীর ভুল স্বীকার করা এবং তা থেকে সঠিক শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হওয়ার বার্তাটি এই সময়ে খুবই প্রাসঙ্গিক।

 India: CDS General Anil Chauhan addressed “Operation Sindoor” military losses, stating the focus isn’t on downplaying casualties but on mission success and learning from failures. Speaking at Pune University, he emphasized understanding war’s nature, accepting risks, and improving continuously. His remarks highlight military professionalism.