Drills in 4 border states
নয়াদিল্লি: নয়াদিল্লি ও ইসলামাবাদের সম্পর্ক আবারও অস্থির। কূটনৈতিক স্তরে বাকযুদ্ধ পেরিয়ে পরিস্থিতি এখন সামরিক সতর্কতার দোরগোড়ায়। এরই মাঝে বৃহস্পতিবার সন্ধেবেলা দেশের চারটি সীমান্তবর্তী রাজ্য—গুজরাট, পাঞ্জাব, রাজস্থান ও জম্মু-কাশ্মীর—জুড়ে শুরু হতে চলেছে এক পূর্ণমাত্রার মক ড্রিল। উদ্দেশ্য একটাই—সামরিক হামলার আশঙ্কায় প্রস্তুতি, প্রতিরোধ আর প্রতিক্রিয়ায় যেন একটুও খামতি না থাকে।
নিছকই রুটিন মহড়া?
সূত্রের খবর, এই মহড়ায় পরীক্ষিত হবে কন্ট্রোল রুমের তৎপরতা, এয়ার রেইড সতর্কতা ব্যবস্থা, ওয়ার্ডেন সার্ভিস, ফায়ার ব্রিগেড, উদ্ধারকারী দল, জরুরি রসদ ব্যবস্থাপনা এবং প্রয়োজন হলে কীভাবে মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া যায়—এই সমস্ত কিছু। সাধারণ মানুষকে আগেভাগেই সতর্ক করা হয়েছে, কারণ এবার কিন্তু ব্যাপারটা নিছক রুটিন মহড়া নয়।
মক ড্রিলের পরেই অপারেশন সিঁদুর Drills in 4 border states
স্মরণ করা যেতে পারে, মে মাসের ৭ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রকের নেতৃত্বে পরিচালিত হয়েছিল ‘অপারেশন অভ্যাস’—দেশজুড়ে একযোগে মক ড্রিল। তার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের পালটা অভিযান ‘অপারেশন সিঁদুর’ শুরু হয়। অর্থাৎ, যা কিছু ঘটছে, সবটাই এক সুপরিকল্পিত প্রতিরক্ষা কৌশলের অঙ্গ।
অপারেশন অভ্যাসে গোটা দেশজুড়ে ২৫০টিরও বেশি জায়গায় বাজানো হয়েছিল বিমান হানার সতর্কতামূলক সাইরেন। স্কুলের পড়ুয়া থেকে শুরু করে সাধারণ নাগরিকদের শেখানো হয়েছিল—কীভাবে হানা চলাকালীন মাথা ঠান্ডা রেখে নিজেদের ও আশেপাশের মানুষদের নিরাপদ রাখা যায়। ১৯৭১-এর যুদ্ধের পর এত বড়সড় প্রস্তুতি দেশের মাটিতে এই প্রথম।
৩২টি বিমানবন্দর আপাতত বন্ধ
সম্প্রতি সীমান্তে পাকিস্তানের দিক থেকে যেভাবে একাধিকবার এয়ার স্ট্রাইক-এর চেষ্টা চালানো হয়েছে—তা সফলভাবে ঠেকালেও, সতর্কতা হিসেবে উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের ৩২টি বিমানবন্দর আপাতত বন্ধ রাখা হয়েছে।
পাঞ্জাব, যার পাকিস্তানের সঙ্গে ৫৩২ কিমির সীমানা, সেখানে ইতিমধ্যেই সব সীমান্তবর্তী জেলা—ফিরোজপুর, পাঠানকোট, ফাজিলকা, অমৃতসর, গুরুদাসপুর, ও তরণ তরণে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। স্কুল-কলেজ বন্ধ, জনসমাগম নিষিদ্ধ। একই অবস্থা রাজস্থানে, যেখানকার পাকিস্তান সীমান্ত ১,০৩৭ কিমি। সেখানেও সীমান্তের ধার ঘেঁষে সব সরকারি-বেসরকারি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রস্তুতি চোখে পড়ার মতো
চাপা উত্তেজনার আবহে দেশের প্রস্তুতি কিন্তু চোখে পড়ার মতো। সামরিক স্তরে যেমন প্রস্ততি চলছে, তেমনই নাগরিক স্তরেও সচেতনতা তৈরিতে জোর দিচ্ছে সরকার। এক কথায়, যুদ্ধ হোক বা না হোক—ভারত এবার সম্পূর্ণ প্রস্তুত।
কলকাতার চোখে দেখলে, ব্যাপারটা শুধু সীমান্তের নয়, বরং গোটা দেশের নিরাপত্তার প্রশ্ন। আর তার জবাব যেন স্পষ্ট—কোনও ঝুঁকি নেওয়ার প্রশ্নই নেই। এবার সবদিক থেকেই ‘প্রস্তুত ভারত’।
India: India’s border states – Gujarat, Punjab, Rajasthan, and J&K – are conducting full-scale mock drills tonight, May 29, to enhance military preparedness against potential attacks from Pakistan. Following “Operation Sindhoor,” this exercise will test control room efficiency, air raid warnings, and evacuation protocols amidst heightened tensions and airport closures, signaling India’s strategic defense posture.