‘চিকেন নেক’ নিয়ে হুমকি! নিজেদের সংকীর্ণ পথটা আগে দেখো: কড়া বার্তা হিমন্তের

গুয়াহাটি: ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে মেইনল্যান্ডের সঙ্গে সংযুক্ত রাখার গুরুত্বপূর্ণ ভূ-খণ্ড ‘শিলিগুড়ি করিডর’ বা ‘চিকেন নেক’ নিয়ে প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা নানা ধরনের রাজনৈতিক মন্তব্য ও হুমকির…

Himanta Biswa Sarma on corridors

গুয়াহাটি: ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে মেইনল্যান্ডের সঙ্গে সংযুক্ত রাখার গুরুত্বপূর্ণ ভূ-খণ্ড ‘শিলিগুড়ি করিডর’ বা ‘চিকেন নেক’ নিয়ে প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা নানা ধরনের রাজনৈতিক মন্তব্য ও হুমকির জবাবে এবার মুখ খুললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা৷ কড়া সুরে বক্তব্য রাখলেন তিনি৷

মুখ্যমন্ত্রী বলেন, “যারা ভারতের ‘চিকেন নেক করিডর’ নিয়ে বারবার হুমকি দিচ্ছেন, তাদের জানা উচিত, বাংলাদেশের অভ্যন্তরেও রয়েছে দুটি সংকীর্ণ করিডর, যেগুলো ভারতের তুলনায় অনেক বেশি দুর্বল এবং ঝুঁকিপূর্ণ।”

বাংলাদেশের দুই চিকেন নেক

বাংলাদেশের প্রথম ‘চিকেন নেক’ হিসেবে তিনি উল্লেখ করেছেন ৮০ কিলোমিটার দীর্ঘ উত্তর বাংলাদেশ করিডর, যা দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ-পশ্চিম গারো হিলস পর্যন্ত বিস্তৃত। হিমন্তের কথায়, “এই করিডর ব্যাহত হলে বাংলাদেশের রংপুর বিভাগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে।”

দ্বিতীয় করিডরটি ২৮ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম করিডর, যা দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত৷ যা বাংলাদেশের অর্থনৈতিক রাজধানী চট্টগ্রামকে রাজনৈতিক রাজধানী ঢাকা সঙ্গে সংযুক্ত রাখে। “এই করিডর বিচ্ছিন্ন হলে দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক কেন্দ্রীয় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে বলে উল্লেখ করে হিমন্ত বিশ্বশর্মা৷

শিলিগুড়ি করিডর নিয়ে মন্তব্য ইউনূসের Himanta Biswa Sarma on corridors

শর্মার এই বক্তব্য আসে এমন এক প্রেক্ষাপটে, যখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস চিনের সফরে ভারতের ‘চিকেন নেক করিডর’ নিয়ে হুমকি স্বরূপ মন্তব্য করেছেন এবং উত্তর-পূর্ব ভারতের সাগর সংযোগহীনতার বিষয়টিকে তুলে ধরেছেন।

উল্লেখ্য, ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রাখে একটি অত্যন্ত সংকীর্ণ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পথ, যাকে আমরা ‘শিলিগুড়ি করিডর’ বা সাধারণত ‘চিকেন নেক’ হিসেবে জানি। এই করিডর দেশের নিরাপত্তা ও অঞ্চলীয় সংহতির জন্য অপরিহার্য ভূমিকা পালন করে। সাম্প্রতিক সময়ে, বাংলাদেশের কিছু চরমপন্থী গোষ্ঠী এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা সামাজিক মাধ্যমে এই করিডরকে কেন্দ্র করে অশান্তি উস্কানি এবং ভারত-বিরোধী বক্তব্য ছড়াচ্ছেন, যা বিশেষত উদ্বেগজনক।

বাংলাদেশের চিনপন্থী নীতি

বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং নোবেলজয়ী ইউনূসের নেতৃত্বাধীন সরকারে চিনপন্থী নীতির কারণে ভারতের নিরাপত্তা উদ্বেগ বেড়েছে।

হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য স্পষ্ট করে দেয় যে, প্রতিবেশী দেশগুলোকে নিজেদের ভূ-রাজনৈতিক দুর্বলতা বুঝে নেওয়া উচিত এবং অযথা ভারতের নিরাপত্তাজনিত গুরুত্বপূর্ণ ‘চিকেন নেক করিডর’ নিয়ে হুমকি বা অপ্রয়োজনীয় নাটক থেকে বিরত থাকতে হবে।

India: Assam CM Himanta Biswa Sarma sharply counters threats concerning India’s ‘Chicken Neck’ (Siliguri Corridor), asserting Bangladesh’s own vulnerable corridors. He highlights the strategic significance of Rangpur and Chittagong corridors, emphasizing their fragility compared to India’s. Learn more about these geopolitical dynamics.