বেছে বেছে বাংলাদেশিদের ফেরত পাঠাবে ভারত! ঢাকাকে কী বার্তা দিল নয়াদিল্লি?

নয়াদিল্লি: ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করে তাঁদের দেশে ফেরত পাঠাতে উদ্যোগী হয়েছে ভারত। সংশ্লিষ্টদের প্রকৃত নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ…

Illegal Bangladeshi Immigrants

নয়াদিল্লি: ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করে তাঁদের দেশে ফেরত পাঠাতে উদ্যোগী হয়েছে ভারত। সংশ্লিষ্টদের প্রকৃত নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছে দিল্লি। এমনই জানালেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল।

অবৈধবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা

শুক্রবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “যাঁরা অবৈধভাবে ভারতে অবস্থান করছেন, তাঁরা বাংলাদেশি হোন বা অন্য দেশের, আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, ২৩৬০-রও বেশি বাংলাদেশি নাগরিককে দেশ থেকে নির্বাসিত করার প্রয়োজন রয়েছে। তাঁদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যেই কারাবরণ করেছেন। আবার বহু প্রার্থীর নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া ২০২০ সাল থেকে স্থগিত হয়ে রয়েছে।

ভারত সরকারের এই পদক্ষেপের পেছনে সাম্প্রতিক সময়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা বৃদ্ধি অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। চলতি মাসের শুরুতেই অসমের ধুবরি জেলার সালমারা থেকে ৫ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, ‘‘প্রতিবেশী দেশে বস্ত্র শিল্পে বিপর্যয় ঘটেছে। বহু মানুষ কাজ হারিয়েছেন। ফলে গত কয়েক মাসে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের হার বেড়ে গিয়েছে।’’ তাঁর দাবি, গত কয়েক মাসেই প্রায় এক হাজার বাংলাদেশিকে গ্রেফতার করে দেশে ফেরত পাঠানো হয়েছে।

৬ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার Illegal Bangladeshi Immigrants

অন্যদিকে, দিল্লি পুলিশ গত মাসে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৬ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে। ধৃতরা মানব পাচারের সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ। তাঁরা বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে বসবাস করছিলেন এবং বাংলাদেশ থেকে মহিলাদের এনে পাচার করতেন বলে অভিযোগ।

এপ্রিল মাসে গুজরাতেও একদিনে এক হাজারেরও বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়। আমেদাবাদে ৮৯০ জন ও সুরাতে ১৩৪ জনকে আটক করে পুলিশ। বিএসএফ সূত্রে খবর, ৭ থেকে ৯ মে-র মধ্যে একাধিক বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিককে সীমান্ত পথে ফেরত পাঠানো হয়েছে।

বাংলাদেশের সরকার এখনও পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও, ভারত সরকারের তরফে আশা করা হচ্ছে নাগরিকত্ব যাচাইয়ে তারা সহযোগিতা করবে। দুই দেশের মধ্যে কূটনৈতিক স্তরে আলোচনা চলছে বলেও জানা গিয়েছে।

India: India has initiated efforts to identify and deport illegal Bangladeshi immigrants, with over 2360 pending cases for nationality verification. The MEA spokesperson, Randhir Jaiswal, confirmed communication with Bangladesh for verification, citing increased infiltration, and highlighting arrests in Assam and Delhi.