নয়াদিল্লি: চার দিনের সংঘর্ষে পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে ভারত। ভারতীয় বায়ুসেনার ‘অপারেশন সিন্ধুর’-এ পাকিস্তানের ছয়টি ফাইটার জেট, দুটি উচ্চমূল্যের নজরদারি বিমান, একটি C-130 পরিবহন বিমান, ১০টিরও বেশি সশস্ত্র ড্রোন (UCAV), এবং একাধিক ক্রুজ মিসাইল গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
পাকিস্তানের গোপন এক গোয়েন্দা ডোজিয়ারের তথ্য ফাঁস হওয়ার পর ভারতীয় সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া যায়। এই অভিযান ছিল পহেলগাঁঁও-এ পর্যটকদের ওপর চালানো জঙ্গি হামলার জবাব। ওই হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন নিরীহ মানুষ।
দূরপাল্লার স্ট্রাইকে হাই-ভ্যালু টার্গেট ধ্বংস
সূত্র মারফত জানা গিয়েছে, পাকিস্তানের একটি এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল (AEWC) এয়ারক্রাফট, কিংবা ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্ল্যাটফর্মকে প্রায় ৩০০ কিলোমিটার দূর থেকে ‘সুদর্শন’ স্ট্রাইকের মাধ্যমে ধ্বংস করা হয়। ভোলারি এয়ারবেসে এয়ার-টু-সারফেস ক্রুজ মিসাইল হামলায় আরও একটি AEWC বিমান ধ্বংস হয়।
ভারতীয় গোয়েন্দা সূত্র বলছে, হ্যাঙ্গারে থাকা পাকিস্তানের আরও যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু পাকিস্তান এখনো ধ্বংসাবশেষ সরাচ্ছে না-তাই সেই সংখ্যা গণনায় ধরা হয়নি।
চিনা ড্রোন ও পাকিস্তানি UCAV গুঁড়িয়ে দেওয়া হয় india pakistan conflict
রাফাল ও সুখোই-৩০ জেট থেকে চালানো নিখুঁত হামলায় ধ্বংস হয় একাধিক চিনা ‘Wing Loong’ সিরিজের ড্রোন। আকাশসীমায় ঢুকে পড়া ১০টিরও বেশি সশস্ত্র UCAV ধ্বংস করে ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। একইসঙ্গে পাকিস্তানের ছোড়া বহু ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল মাঝপথে ধ্বংস করা হয়েছে।
ব্রহ্মোস নয়, শুধুই এয়ার-লাunched অস্ত্রের ব্যবহার
এই পুরো অভিযানে ভারতের সুপরিকল্পিত কৌশল লক্ষ্য করা যায়। কোথাও ব্রহ্মোস কিংবা ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য মিসাইল ব্যবহৃত হয়নি। সব হামলা চালানো হয় কেবলমাত্র আকাশপথ থেকে—ক্রুজ মিসাইল ও যুদ্ধবিমান দিয়ে।
১০০-র বেশি জঙ্গি নিহত, যুদ্ধবিরতি চায় ইসলামাবাদ
‘অপারেশন সিন্ধুর’-এর অংশ হিসেবে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের অন্তত আটটি জঙ্গি ঘাঁটিতে আঘাত হানে ভারত। এতে প্রাণ হারায় ১০০-র বেশি সন্ত্রাসবাদী।
১০ মে দুপুরে পাকিস্তান যুদ্ধবিরতির অনুরোধ জানায়। বিশ্লেষকদের মতে, এটাই ইঙ্গিত দেয়—ভারতের কৌশলগত হামলা কতটা সফল হয়েছে।
এক নজরে ‘অপারেশন সিঁদুর’-এর উল্লেখযোগ্য সাফল্য
* ছয়টি ফাইটার জেট গুঁড়িয়ে দেওয়া হয়
* দুটি AEWC/ইলেকট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফট ধ্বংস
* ১০+ UCAV ড্রোন ধ্বংস
* একটি C-130 পরিবহন বিমান ভেঙে পড়ে
* বহু মিসাইল মাঝপথেই প্রতিহত
* পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ব্যাপক ক্ষতি, ১০০-র বেশি জঙ্গি নিহত
এই সফলতায় ভারতীয় বায়ুসেনা প্রমাণ করেছে-নিরীহ নাগরিকের রক্তের মূল্য দিতে হয়, এবং ভারত তা দিতে জানে… অন্যায় করলে জবাব হবেই।
India: Indian Air Force’s ‘Operation Sindoor’ retaliates against Pakistan, destroying six fighter jets, two AEWC aircraft, a C-130, and over 10 armed drones after the Pahlgam terror attack. Long-range strikes neutralized high-value targets, confirming India’s decisive response to Pakistani aggression.