নয়াদিল্লি: কাশ্মীরের পাহাড়ে রক্তঝরা সন্ত্রাসের স্মৃতি এখনও টাটকা। ২২ এপ্রিল, জম্মু-কাশ্মীরের বৈসরন উপত্যকায় পহেলগাঁও-এ নিহীর পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা৷ প্রাণ হারান ২৬ জন। আহত হন আরও অনেকে। আক্রান্তদের অধিকাংশই ছিলেন ভিনরাজ্যের পর্যটক। ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে দায়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া মন্তব্যে শুরু হয়েছে কূটনৈতিক তরজা৷ যার রেশ ছড়িয়ে পড়েছে নিয়ন্ত্রণরেখা থেকে আন্তর্জাতিক স্তরেও।
‘এটি কাশ্মীরিয়তের উপর আঘাত’-প্রধানমন্ত্রীর দৃঢ় বার্তা
শুক্রবার জম্মু-কাশ্মীরের কাটরায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেন, “পহেলগাঁও হামলা শুধু নিরীহ মানুষদের রক্তে রঞ্জিত করেনি, এটি আঘাত করেছে ‘মানবিকতা’ ও ‘কাশ্মীরিয়ত’-এর মর্মে৷ পাকিস্তানের লক্ষ্য ছিল ভারতে দাঙ্গা বাধানো এবং কাশ্মীরি মানুষের জীবন-জীবিকা ধ্বংস করা।”
কাশ্মীরের যুব সমাজের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “এই উপত্যকা একসময় সন্ত্রাসের অভয়ারণ্য ছিল। আজ এখানকার যুবকরা সেই ভয়াবহ অতীতের বিরুদ্ধে দাঁড়িয়ে সাহসিকতার নতুন ইতিহাস লিখছে।”
পাল্টা জবাবে ইসলামাবাদ: ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ India Pakistan Kashmir Tension
পাকিস্তানের বিদেশ মন্ত্রক তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এক বিবৃতিতে বলেছে, “আমরা গভীরভাবে হতাশ যে, কোনও বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানকে অভিযুক্ত করছেন। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে বিপজ্জনক।”
ইসলামাবাদের বক্তব্য, ভারতের এই বক্তব্য আসলে রাজনৈতিক চাতুরী, যার উদ্দেশ্য ঘরোয়া সমর্থন আদায় এবং আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে বিচ্ছিন্ন করা।
অপারেশন ‘সিঁদুর’: ভারতের সামরিক প্রতিক্রিয়া India Pakistan Kashmir Tension
কূটনৈতিক সমঝোতার পথ বন্ধ দেখে ভারত সামরিক জবাব দেয়। ৭ মে ভারতীয় সেনাবাহিনী শুরু করে অপারেশন ‘সিঁদুর’-যার মাধ্যমে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়। ভারতীয় সূত্রের দাবি, এই অভিযানে মৃত্যু হয়েছে ১০০-র বেশি জঙ্গির।
এর জবাবে পাকিস্তান সীমান্তে ড্রোন, গোলাগুলি ও নজরদারি চালানোর চেষ্টা করলেও, ভারতের সেনা ও বিমানবাহিনীর কড়া প্রতিরোধে তা ব্যর্থ হয়।
সীমান্তে উত্তেজনার চরমে যুদ্ধবিরতির ডাক
৯ ও ১০ মে মধ্যরাতে ভারত ফের ১৩টি পাক সামরিক ঘাঁটিতে হামলা চালায়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকলে, ১০ মে পাকিস্তানের ডিজিএমও সরাসরি ভারতীয় সেনার ডিজিএমও-র সঙ্গে যোগাযোগ করেন। অনানুষ্ঠানিক আলোচনার মাধ্যমে দু’দেশই সম্মত হয়, সীমান্তে সাময়িক যুদ্ধবিরতির পথে হাঁটার।
কাশ্মীর এখন আর আগের জায়গায় নেই
একসময় যার নাম উচ্চারণেই অস্থিরতা তৈরি হত, সেই কাশ্মীর এখন অনেকটাই বদলে গিয়েছে। স্কুলে ফের পড়ুয়া, শিরানির মাঠে পর্যটক, আর মোবাইলে অনলাইন ব্যবসার স্বপ্ন দেখা এক নতুন প্রজন্ম কাশ্মীরে নতুন করে পথ খুঁজছে। কিন্তু এই পরিবর্তনই অস্বস্তি তৈরি করছে সীমান্তের ওপারে। পহেলগাঁও হামলা সেই হতাশারই এক রক্তাক্ত প্রতিচ্ছবি।
পাকিস্তান যতই অস্বীকার করুক, পহেলগাঁও-এর মতো হামলা ভারতের জাতীয় নিরাপত্তার প্রশ্নে নতুন করে সতর্কতার ঘণ্টা বাজিয়েছে। মোদীর বার্তা ও অপারেশন ‘সিঁদুর’-এ জবাব, দুই মিলে দিল্লির অবস্থান স্পষ্ট- কাশ্মীর আর শুধু ভূখণ্ড নয়, এটি এখন আত্মমর্যাদার প্রতীক। আর এই মাটিতে রক্ত ছড়ালে, তার জবাব মিলবেই৷ রাজনৈতিক, কূটনৈতিক ও প্রয়োজনে সামরিক মঞ্চে।
India: After the April 22 Pahalgam terror attack in Kashmir, India-Pakistan tensions escalate. PM Modi condemned the attack on ‘Kashmiriyat,’ blaming Pakistan. Islamabad called it ‘baseless.’ India launched ‘Operation Sindoor,’ destroying 9 terror camps. Get the latest on Kashmir’s security situation.