আমেদাবাদ: দেশভাগের পরের রাতেই কাশ্মীরে সন্ত্রাসের প্রথম আগুন লেগেছিল। কিন্তু সেই সময় যদি সন্ত্রাস দমন করা হতো, তাহলে আজকের এই দীর্ঘ দিনের রক্তপাত ও সংঘাত হয়ত দেখা যেত না—গুজরাতের একটি জনসভা থেকে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
স্বাধীনতার ঠিক পরদিনই কাশ্মীরে সন্ত্রাস
মঙ্গলবার ওই জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার ঠিক পরদিনই কাশ্মীরে সন্ত্রাসবাদের প্রথম আক্রমণ হয়। সেই মুহূর্তে সন্ত্রাসকে শক্ত হাতে দমন করা হতো, তবে আজকের দীর্ঘমেয়াদি সমস্যা তৈরি হতো না। মোদী বলেন, আজকের যে সন্ত্রাসবাদের মুখোমুখি দেশ, তা মূলত সেই একই সন্ত্রাসের বিকৃত রূপ।
দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল পাকিস্তান-অধিকৃত কাশ্মীর (পিওকে) ফিরে না পাওয়া পর্যন্ত সেনাবাহিনী থামাতে রাজি ছিলেন না। কিন্তু তৎকালীন কংগ্রেস নেতৃত্ব তাঁর কথা না শুনে আলাদা রণনীতি গ্রহণ করেছিলেন। মোদী বলেন, “সর্দার প্যাটেলের ইচ্ছা ছিল পিওকে ফিরিয়ে না আনা পর্যন্ত সেনাবাহিনী থামবে না, কিন্তু তা হয়নি।”
‘মুজাহিদিন’ নামে সন্ত্রাসবাদী দল পাঠানো হয় Kashmir Terrorism Roots
১৯৪৭ সালের বিভাজনের রাতেই পাকিস্তান ‘মুজাহিদিন’ নামে সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে কাশ্মীরের কিছু এলাকা জোরপূর্বক দখল করে। মোদী বলেন, “সেই সময়ই তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হতো, তাহলে আজকের এতবড় সন্ত্রাস প্রবণতা দেখা যেত না।”
তিনি আরও বলেন, “৭৫ বছরের দীর্ঘ সময়ে এই সন্ত্রাসবাদের ফলে বিপুল রক্তপাত হয়েছে। সাম্প্রতিক পহেলগাঁও হামলাও এরই একটি বিকৃত রূপ। ভারতীয় সেনাবাহিনী প্রতিবারই পাকিস্তানকে পরাজিত করেছে, তবে পাকিস্তান এখনও বুঝতে পারেনি তারা ভারতকে হারাতে পারবে না।”
সন্ত্রাস কোনো প্রক্সি যুদ্ধ নয়
মোদী আরও বলেন, “ভারতের বিরুদ্ধে সন্ত্রাস কোনো প্রক্সি যুদ্ধ নয়, এটি পাকিস্তানের সুপরিকল্পিত সরাসরি যুদ্ধ কৌশল। সন্ত্রাসকে ছদ্মবেশে যুদ্ধ চালানো হচ্ছে।”
এই বক্তব্যে মোদী দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকারের দৃঢ় অবস্থান ও কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেছেন।
India: PM Modi, addressing a Gujarat rally, linked Kashmir’s current terrorism to the unchecked aggression of 1947, regretting Sardar Patel’s unheeded advice on PoK. He condemned Pakistan’s “proxy war” as direct warfare, affirming India’s strong stance against cross-border violence. Learn about the historical roots of Kashmir conflict.