লাল কেল্লায় বিক্রমোৎসব: ইতিহাসের মঞ্চে হিন্দু গৌরবের পুনর্জাগরণ

Mahanatya Vikramaditya Hindu History নয়াদিল্লি: দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার রাজকীয় ফটক পেরিয়ে ছয় বছরের এক শিশু মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল এক বিশালাকায়, সুঠাম দেহের প্রতিকৃতির…

Mahanatya Vikramaditya Hindu History

Mahanatya Vikramaditya Hindu History

নয়াদিল্লি: দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার রাজকীয় ফটক পেরিয়ে ছয় বছরের এক শিশু মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল এক বিশালাকায়, সুঠাম দেহের প্রতিকৃতির দিকে — তিনি সম্রাট বিক্রমাদিত্য। ইতিহাসের পাঠ্যপুস্তকে যাঁর নাম অনুল্লেখিত, সেই রাজাধিরাজের কাহিনি চোখের সামনে জীবন্ত হয়ে উঠল নাট্যমঞ্চে। শিশুটির বাবা-মা চেয়েছিলেন, তাদের সন্তান যেন হারিয়ে যাওয়া হিন্দু গৌরব সম্পর্কে সচেতন হয় — আর ‘মহানাট্য বিক্রমাদিত্য’ সেই শ্রেষ্ঠ পাঠশালায় পরিণত হল।

তিনদিনব্যাপী ‘বিক্রমোৎসব’

মধ্যপ্রদেশ সরকারের উদ্যোগে আয়োজিত এই তিনদিনব্যাপী ‘বিক্রমোৎসব’-এর সূচনা হয় ১২ এপ্রিল, ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের উপস্থিতিতে। অনুষ্ঠানস্থল — মুঘল যুগের নিদর্শন, দিল্লির লাল কেল্লা — এক বিস্ময়কর প্রতীকী পরিসর, যেখানে হিন্দু রাজাদের ইতিহাস পুনরুজ্জীবনের প্রয়াস চালানো হচ্ছে।

মঞ্চে বিক্রমাদিত্যর উজ্জ্বল রূপ — শুভ্র ঘোড়ায় আরোহী এক দুর্ধর্ষ যোদ্ধা, যিনি শক দমন করে উজ্জয়িনী পুনরুদ্ধার করেন। যুদ্ধ, জ্ঞানচর্চা এবং ন্যায়বিচারের প্রতীক হিসেবে তাঁকে তুলে ধরা হয়। এলইডি গ্রাফিক্স ও মহাকাব্যিক আবহে দর্শকদের চোখের সামনে মূর্ত হয়ে ওঠে এক পৌরাণিক নায়ক।

হিন্দু রাজাদের কেন্দ্র করে গড়ে উঠেছে নতুন সংস্কৃতি Mahanatya Vikramaditya Hindu History

গত এক দশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে সম্রাট বিক্রমাদিত্য থেকে শুরু করে ছত্রপতি শিবাজি, সাম্ভাজি, রানা সাঙ্গা, হেমু বিক্রমাদিত্য, অনংপাল তোমরের মতো বহু হিন্দু রাজাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক নতুন সংস্কৃতি চেতনা। রাজপথে তাঁদের মূর্তি, স্কুল পাঠ্যক্রমে তাঁদের ইতিহাস, এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনের প্রদর্শন — সব মিলিয়ে হিন্দু গৌরব পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক প্রয়াস চালানো হচ্ছে।

বিস্ময় আর কৌতূহলের ছাপ

নয়ডার বাসিন্দা বিজয় সিং বলেন, “আমরা ছোটবেলায় মুঘল ইতিহাস পড়েই বড় হয়েছি। হিন্দু রাজাদের বীরত্ব ছিল প্রায় অদৃশ্য। আমি চাই না আমার সন্তানও সেই ইতিহাস থেকে বঞ্চিত হোক। বিক্রমাদিত্য যে সিকান্দারের থেকেও বড় রাজা — সেটা সে এই নাট্যরূপ না দেখলে জানতই না।”

ছয় বছরের ছোট্ট বিকাশ সিং-এর চোখে বিস্ময় আর কৌতূহলের ছাপ। ইতিহাস, পুরাণ ও সমসাময়িক জাতীয়তাবাদের এক মিশ্র আবেগেই যেন নতুন করে জন্ম নিচ্ছে এক ‘হিন্দু ইতিহাস’ — যার উদ্দেশ্য, পরিচয়ের খোঁজ এবং আত্মগর্বের জাগরণ।

India: ‘Mahanatya Vikramaditya’ play at Delhi’s Red Fort revives lost Hindu glory for a new generation. Part of a larger cultural focus on Hindu kings like Vikramaditya, Shivaji, and Rana Sanga.