‘অপারেশন হানিমুন’-এ হাওয়ালা যোগ? তদন্তে নয়া মোড়

কলকাতা: মেঘালয়ের সবুজ পাহাড় আর বৃষ্টিভেজা নৈসর্গিক দৃশ্যপটের আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। স্বামীকে খুন করে হানিমুনকে রক্তাক্ত করে তোলে সোনম রঘুবংশী৷ এবার তার…

Meghalaya Honeymoon Murder

কলকাতা: মেঘালয়ের সবুজ পাহাড় আর বৃষ্টিভেজা নৈসর্গিক দৃশ্যপটের আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। স্বামীকে খুন করে হানিমুনকে রক্তাক্ত করে তোলে সোনম রঘুবংশী৷ এবার তার বিরুদ্ধে উঠল হাওয়ালা লেনদেনে জড়িত থাকার অভিযোগ৷

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, খুনের ঠিক পরেই স্বামীর Paytm অ্যাকাউন্ট ব্যবহার করে নিজেকে লুকিয়ে রাখেন সোনম। একইসঙ্গে, তার প্রেমিক রাজ কুশওহা মধ্যপ্রদেশের পিথমপুর থেকে ৫০ হাজার টাকা হাওয়ালার মাধ্যমে তুলে খুনের জন্য নিয়োগ করা তিন যুবককে পরিশোধ করেন বলে অভিযোগ।

‘অপারেশন হানিমুন’, ধরপাকড় ৩ রাজ্যে

মেঘালয় পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT) এই পুরো মামলার তদন্তে নামিয়ে দিয়েছে ‘অপারেশন হানিমুন’। ইতিমধ্যে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও মেঘালয়ে তল্লাশি চালিয়ে জোগাড় করা হয়েছে একাধিক ডিজিটাল প্রমাণ-অর্থ লেনদেন, কল রেকর্ড, লোকেশন ট্র্যাক এবং ঘন ঘন সিম বদলের তথ্য।

তদন্তে উঠে এসেছে, খুনের পর সোনম প্রথমে গৌহাটি যান, সেখান থেকে একাধিক ট্রেন বদল করে পৌঁছান ইন্দোরে। ২৫ থেকে ২৭ মে তিনি দেবাস নাকা এলাকার একটি ভাড়া ফ্ল্যাটে ছিলেন। পরে আচমকা আত্মসমর্পণ করেন প্রেমিকের শহর গাজিপুরের নন্দগঞ্জ থানায়।

খুনিরা ধরা পড়তেই ফাঁস পরিকল্পনার পর্দা Meghalaya Honeymoon Murder

তিন ভাড়াটে খুনি-আকাশ রাজপুত, বিশাল সিং চৌহান ও রাজ সিং কুশওহা এর আগেই গ্রেপ্তার হয়েছে। তাদের জেরায় একে একে বেরিয়ে আসছে এই শঠতার আড়ালে পরতে পরতে থাকা জটিল তথ্য। পুলিশ দাবি করেছে, সোনম রাজা রঘুবংশীকে সরিয়ে দিতে দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করছিল প্রেমিকের সঙ্গে মিলে।

আদালতে পেশ, SIT-এর জোরদার তদন্ত

মঙ্গলবার সোনম ও বাকি অভিযুক্তদের শিলংয়ের এক স্থানীয় আদালতে পেশ করা হয়। সোনমের তিন দিনের ও অন্যান্যদের ছয় দিনের পুলিশ হেফাজতের অনুমতি মিলেছে। তদন্তকারীরা বলছেন, “এই খুন শুধুই আবেগ বা সম্পর্কঘটিত ছিল না, এর মধ্যে টাকার লেনদেন, প্রযুক্তির ব্যবহার এবং পরস্পরের দায়িত্ব ভাগাভাগির স্পষ্ট প্রমাণ রয়েছে।”

হানিমুনে গিয়ে স্বামী খুন-এমন ঘটনা যেমন শিউরে ওঠার মতো, তেমনই প্রযুক্তি ও আর্থিক জালিয়াতির এই গভীরতা বুঝিয়ে দিচ্ছে, আজকের অপরাধ কতটা বহুমাত্রিক হয়ে উঠেছে। এখন দেখার, আদালতের সামনে দাঁড়িয়ে কীভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করেন সোনম।

India: The chilling Meghalaya honeymoon murder case takes a new turn as Sonam Raghuvanshi faces hawala transaction allegations. Police reveal she used her husband’s Paytm post-murder, while her lover, Raj Kushwaha, allegedly paid killers via hawala.