পহেলগাঁও হামলার পর প্রথম বার কাশ্মীরে মোদী, উদ্বোধন করলেন ‘বিশ্বের সর্বোচ্চ রেলসেতু’

শ্রীনগর: ভারতের পরিকাঠামোগত উন্নয়নের ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হল শুক্রবার। জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন চন্দ্রভাগা নদীর (যা চেনাব…

Modi inaugurates Chenab Bridge

শ্রীনগর: ভারতের পরিকাঠামোগত উন্নয়নের ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হল শুক্রবার। জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন চন্দ্রভাগা নদীর (যা চেনাব নামে বেশি পরিচিত) উপরে তৈরি হওয়া বিশ্বের সর্বোচ্চ রেলসেতু। এই সেতু শুধুই একটি ইঞ্জিনিয়ারিং কীর্তি নয়— এটি ভারতের রেল যোগাযোগে যুগান্তকারী পদক্ষেপ এবং কাশ্মীরকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করার এক ঐতিহাসিক প্রয়াস।

এই সেতু ‘চেনাব ব্রিজ’ নামেই পরিচিত

এই সেতু ‘চেনাব ব্রিজ’ নামেই পরিচিত। এই সেতু নির্মাণ ব্যয় হয়েছে প্রায় ১,৪০০ কোটি টাকা। উচ্চতা নদীর পৃষ্ঠ থেকে ৩৫৯ মিটার- যা আইফেল টাওয়ারের থেকেও বেশি উঁচু। ১.৩ কিলোমিটার দীর্ঘ এই স্টিল আর্চ সেতু তৈরি হয়েছে এমনভাবে, যাতে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে ট্রেন অনায়াসে ছুটতে পারে। নির্মাতাদের দাবি, এটি অন্তত ১২০ বছর স্থায়ী হবে। রিখটার স্কেলে আট মাত্রার ভূমিকম্পও একে টলাতে পারবে না।

সেতুটি উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, “এটা শুধুমাত্র এক প্রকৌশল কীর্তি নয়, বরং দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে উন্নয়ন এবং সংযোগ স্থাপনের প্রতীক। কাশ্মীরের সাধারণ মানুষের জীবনযাত্রা বদলে দেবে এই সেতু।”

USBRL প্রকল্পের অংশ Modi inaugurates Chenab Bridge

চেনাব সেতু ‘উধমপুর–শ্রীনগর–বারামুলা রেল লিঙ্ক (USBRL)’ প্রকল্পের অংশ, যা জম্মু ও কাশ্মীরকে সরাসরি দেশের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করবে রেলপথে। প্রায় ৪৪ হাজার কোটি টাকার এই প্রকল্পে রয়েছে ৯৪৩টি সেতু এবং ১১৯ কিমি লম্বা ৩৬টি সুড়ঙ্গ, যেগুলোর অনেকটাই পাহাড় কেটে তৈরি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরে শুধু চেনাব সেতু নয়, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পেরও সূচনা হয়। এর মধ্যে রয়েছে ভারতের প্রথম কেবল-স্টে রেলসেতু ‘আঞ্জি ব্রিজ’ এবং দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা- যা শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত চলবে।

পহেলগাঁও জঙ্গি হামলা

উল্লেখযোগ্য যে, ২০২৫ সালের এপ্রিল মাসে কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন সাধারণ নাগরিকের মৃত্যুর পর সীমান্ত পেরিয়ে পাল্টা ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারত। সেই ঘটনার পর এই সফর প্রধানমন্ত্রীর প্রথম কাশ্মীর যাত্রা। সেখান থেকেই রাজনৈতিক ও কৌশলগত গুরুত্বও যুক্ত হয়েছে এই উদ্বোধনে।

প্রধানমন্ত্রী এ দিন আরও বলেন, “কাশ্মীরের উন্নয়ন আজ থেমে নেই। গতি, যোগাযোগ এবং আস্থা— এই তিন ভিত্তিতে এগোচ্ছে উপত্যকা। উন্নয়নই এখানে নতুন সুরক্ষা।”

এমন এক সময় যখন দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে পরিকাঠামো পৌঁছে দেওয়ার দাবি আরও জোরাল, তখন এই প্রকল্প নিঃসন্দেহে কেন্দ্রের ‘নিউ ইন্ডিয়া’ ভাবনার বাস্তব প্রতিফলন।

 India: PM Modi inaugurated the world’s highest rail bridge over the Chenab (Chandrabhaga) River in J&K’s Reasi district. This engineering marvel, taller than the Eiffel Tower, connects Kashmir to mainland India, promising faster trains and regional development. Learn about this ₹1,400 crore project.