প্রধানমন্ত্রিত্বে টানা ৪,০৭৮ দিন, ইন্দিরার রেকর্ড ভেঙে দ্বিতীয় স্থানে মোদী

ভারতের রাজনীতির ইতিহাসে আরেকটি মাইলফলক। একটানা শাসনকালের নিরিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ছাপিয়ে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে। এই দিনে মোদীর প্রধানমন্ত্রিত্ব পূর্ণ করল ৪,০৭৮…

Modi surpasses indira gandhis record

ভারতের রাজনীতির ইতিহাসে আরেকটি মাইলফলক। একটানা শাসনকালের নিরিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ছাপিয়ে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে। এই দিনে মোদীর প্রধানমন্ত্রিত্ব পূর্ণ করল ৪,০৭৮ দিন, যা ইন্দিরার টানা ৪,০৭৭ দিনের শাসনকালের থেকেও দীর্ঘ।

এখানে শুধুই সময়ের পরিসংখ্যান নয়, লুকিয়ে আছে এক রাজনৈতিক যুগান্তরের ইঙ্গিত। মোদী এখন ভারতের দ্বিতীয়-দীর্ঘতম টানা শাসনকারী প্রধানমন্ত্রী, নেহরুর পর।

নেহরুর ছায়া ও উত্তরাধিকারের প্রতিদ্বন্দ্বী

নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী, স্বাধীনতার সঙ্গে একাত্ম এক ঐতিহাসিক নাম। মোদী তাঁর পর, একমাত্র নেতা যিনি পরপর তিন বার লোকসভা নির্বাচনে দলকে একক সংখ্যাগরিষ্ঠতা এনে দিয়েছেন। সময়ের স্রোতে যেন ইতিহাস নিজেরই প্রতিচ্ছবি খুঁজে নিচ্ছে, নেহরুর স্থিতধী গণতন্ত্রের পাশে মোদীর উচ্চগ্রাম কৌশলী নেতৃত্ব।

চায়ের কেটলির ধোঁয়া থেকে দেশের শীর্ষে Modi surpasses Indira Gandhi’s record

ভদনগরের এক অনামী রেলস্টেশন থেকে দিল্লির সাউথ ব্লক, নরেন্দ্র মোদীর জীবনের উত্থান যেন রাজনৈতিক রূপকথা। শৈশবে বাবার সঙ্গে চা বিক্রি করা ছেলেটিই আজ ভারতের সবচেয়ে দীর্ঘস্থায়ী অ-কংগ্রেসী প্রধানমন্ত্রী, দেশের মুখ বিশ্বমঞ্চে।

২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে যাত্রা শুরু, এরপর টানা তিন বার বিধানসভা জয়। ২০১৪ সালে নয়াদিল্লিতে প্রবেশের পর একটানা তিনটি লোকসভা নির্বাচন জিতে এক দুর্লভ ধারাবাহিকতা তৈরি করেছেন মোদী৷ ২০১৪, ২০১৯ এবং ২০২৪ এ লোকসভা নির্বচনে জয়ী হয়েছেন তিনি৷

ছয় নির্বাচনে ছয় জয়, বিরল আত্মবিশ্বাসের রাজনীতি

প্রধানমন্ত্রী হিসেবেই নয়, একজন দলের নেতা হিসেবেও মোদীর রেকর্ড অভাবনীয়। একাধারে গুজরাটের বিধানসভা নির্বাচন (২০০২, ২০০৭, ২০১২) এবং জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৯, ২০২৪)-সব মিলিয়ে ছয়বার লাগাতার জনআস্থা অর্জন করেছেন তিনি। কোনও ভারতীয় রাজনীতিকের ইতিহাসে এমন নিরবচ্ছিন্ন জয়ের ধারা বিরল।

নেতৃত্বের রূপান্তর: আত্মনির্ভরতা থেকে আন্তর্জাতিক অভিজ্ঞান

মোদী কেবল জাতীয় রাজনীতির নায়ক নন, আন্তর্জাতিক কূটনীতির মঞ্চেও আজ এক বলিষ্ঠ মুখ। ‘মেক ইন ইন্ডিয়া’ থেকে ‘আত্মনির্ভর ভারত’, ‘আন্তরিক কূটনীতি’ থেকে ‘কঠোর স্ট্র্যাটেজি’—মোদীর নেতৃত্ব ভারতকে এক নতুন পরিভাষা দিয়েছে।

বিশ্বমঞ্চে তাঁর কণ্ঠস্বর এখন আত্মবিশ্বাসের প্রতীক। একদিকে চীন-নির্ভরতার বিরুদ্ধে অবস্থান, অন্যদিকে আমেরিকা-ইউরোপের সঙ্গে দৃঢ় কূটনৈতিক যোগাযোগ, সবই তাঁর কৌশলী ভূমিকায় পরিপুষ্ট।

তাৎপর্য: শাসনের দৈর্ঘ্য নয়, দৃষ্টিভঙ্গির গভীরতা

মোদীর এই দীর্ঘ শাসন যে কেবল সময়ের পরিসংখ্যান নয়, তা স্পষ্ট হয়ে উঠছে তার প্রভাব, উপস্থিতি ও প্রজন্মান্তরে প্রভাব ফেলার ক্ষমতায়। তিনি যেন এক যুগের রূপকার—যেখানে জনপ্রিয়তা শুধু প্রচার নয়, বরং সংগঠন, আদর্শ ও পরিকাঠামোর ধারাবাহিক বিনির্মাণ।

ইন্দিরা গান্ধীর পর মোদীই সম্ভবত একমাত্র নেতা যিনি নিজের ব্যক্তিত্ব ও আদর্শে ভারতের রাজনীতিকে দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণে রেখেছেন।

৪,০৭৮ দিন। একটানা তিনটি ম্যান্ডেট। বিরোধী জোটের টালমাটাল অবস্থানে দাঁড়িয়ে একদা চা বিক্রেতার এই অবস্থান নিঃসন্দেহে ভারতীয় গণতন্ত্রের এক ব্যতিক্রমী অধ্যায়। ইতিহাস, রাজনীতি ও জনমতের এই ত্রিবেণী মোদীকে তুলে ধরেছে এমন এক শিখরে—যেখান থেকে ভারত শুধু নেতৃত্ব পায় না, পথনির্দেশও পায়।

 

India: Narendra Modi surpasses Indira Gandhi’s record, becoming India’s second-longest continuously serving PM at 4078 days. This historic milestone highlights his rise from humble beginnings, multiple election victories, and leadership solidifying a new political era.