কানপুর: “শত্রু যতই দূরে থাক, ভারত ঢুকে গিয়ে জবাব দেয়। আর যদি কানপুরিয়া ঢঙে বলি — দুশমন যেখানেই হোক, হাঙ্ক দিয়া জাইগা!” — এই ঘোষণা শুধু শব্দ ছিল না, ছিল এক দেশের আত্মবিশ্বাসের বজ্রনিনাদ।
‘অপারেশন সিঁদুর’-এর কাহিনি PM Modi warns Pakistan
শুক্রবার কানপুরে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোনালেন সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’-এর কাহিনি – এমন এক অভিযানের গল্প, যা শত্রুপক্ষের ঘুম কেড়ে নিয়েছে। মোদীর গলায় ছিল যুদ্ধজয়ীর দৃপ্ত কণ্ঠস্বর, “ভারতীয় সেনা পাকিস্তানের অন্তরে ঢুকে সন্ত্রাসের ঘাঁটি ধ্বংস করেছে। ভারতীয় নারীর রাগ এবার রূপ নিয়েছে প্রতিশোধে, ইতিহাস দেখেছে, এমন আগুন আগে জ্বলেনি।”
ব্রহ্মোসের গর্জন, পাকিস্তানের কাঁপুনি PM Modi warns Pakistan
ভারতের মাটিতে তৈরি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র যে শত্রুপক্ষের নির্ঘুম রাতের কারণ হয়ে উঠেছে, সে কথাও জানালেন মোদী। বললেন, “আমাদের দেশীয় প্রযুক্তি এখন কেবল গর্বের বিষয় নয়, শত্রুর কাছে আতঙ্কের নাম। ব্রহ্মোস যেখানেই টার্গেট করেছে, সেখানেই ধ্বংস করেছে। আর এই ব্রহ্মোস এখন উত্তরপ্রদেশেই তৈরি হচ্ছে।”
পাকিস্তানকে কড়া বার্তা PM Modi warns Pakistan
প্রধানমন্ত্রীর স্পষ্ট ঘোষণা “যারা সন্ত্রাসে মদত দেয়, তারা যেন ভুলে না যায়, অপারেশন সিঁদুর তো কেবল শুরু। এখন ভারত প্রতিটি আঘাতের পাল্টা দেবে, নিজস্ব শর্তে। আমাদের সেনারা ঠিক করবে কখন, কোথায়, কেমন করে। পরমাণু বোমার ভয় দেখিয়ে আর কাজ হবে না।”
তিনি আরও বলেন, “পাকিস্তানের পুরনো নাটক কখনো স্টেট অ্যাক্টর, কখনো নন-স্টেট অ্যাক্টর — এই খেলা আর চলবে না। এবার প্রত্যেক কড়ায় কড়ায় জবাব দেবে ভারত।”
‘মেক ইন ইন্ডিয়া’র বিজয়গাথা
মোদীর বক্তৃতায় ছিল ‘নতুন ভারতের’ রূপরেখা। “যেখানে এক সময়ে কলকারখানা বন্ধ হত, আজ সেখানে গড়ে উঠছে রাইফেল তৈরির ইউনিট। আমেঠীতে তৈরি হচ্ছে একে-২০৩, আর ব্রহ্মোস এখন ইউপির মাটিতেই জন্ম নিচ্ছে। গর্বে বুক ফুলে ওঠে না?” — প্রশ্ন রাখলেন তিনি।
‘অপারেশন সিঁদুর’ কেবল একটি সেনা অভিযান নয়। এটি ভারতীয় সাহস, প্রযুক্তি, আর আত্মসম্মানের প্রতীক – এক নতুন ভারতের রূপরেখা, যে ভারত শত্রুর দরজায় দাঁড়িয়ে বলে, “তুই যেখানে আছিস, আমরা ওখানেই পৌঁছে যাবো।”
India: PM Modi, at a Kanpur rally, revealed details of ‘Operation Sindoor,‘ warning Pakistan of India’s readiness to retaliate against terror on its own terms. He emphasized the power of indigenous BrahMos missiles and asserted India’s resolve to destroy terror hubs, irrespective of location.