আজহার-হাফিজকে না দিলে কড়া মূল্য চোকাবে পাকিস্তানকে: INS থেকে রণহুঁশিয়ারি রাজনাথের

নয়াদিল্লি: নৌবাহিনীর যুদ্ধজাহাজ INS Vikrant থেকে পাকিস্তানকে কার্যত আল্টিমেটাম দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেশের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে তিনি…

Rajnath Singh Pakistan Ultimatum

নয়াদিল্লি: নৌবাহিনীর যুদ্ধজাহাজ INS Vikrant থেকে পাকিস্তানকে কার্যত আল্টিমেটাম দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেশের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “পাকিস্তান বুঝে নিক, সন্ত্রাসের যে ভয়ঙ্কর খেলা ওরা স্বাধীনতার পর থেকে চালিয়ে এসেছে, তা আর চলবে না।” তাঁর হুঁশিয়ারি, “ভারত এখন এমন পদ্ধতিও প্রয়োগ করতে প্রস্তুত, যার কথা পাকিস্তান কল্পনাও করতে পারে না।”

মাসুদ আজহার-হাফিজ সঈদকে তুলে দিন ভারতের হাতে

পাকিস্তানের মাটিতে লুকিয়ে থাকা ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের ফেরানোর দাবিও তোলেন রাজনাথ। আন্তর্জাতিকভাবে সন্ত্রাসবাদে জড়িত প্রমাণিত মাসুদ আজহার এবং হাফিজ সঈদকে অবিলম্বে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

‘অপারেশন সিঁদুর’ ছিল মোড় ঘোরানো পদক্ষেপ Rajnath Singh Pakistan Ultimatum

প্রতিরক্ষামন্ত্রী জানান, ‘অপারেশন সিঁদুর’ ছিল শুধুমাত্র একটি সেনা অভিযান নয়, বরং ভারতের সন্ত্রাসবিরোধী নীতির গুরুত্বপূর্ণ মোড়। তাঁর কথায়, “এই অভিযানে আমরা শুধু পাকিস্তানের জঙ্গি ঘাঁটিই ধ্বংস করিনি, ভেঙে দিয়েছি ওদের অভিসন্ধিও।”

 নীরব থেকে কাজ করেছে নৌবাহিনী, ব্যস্ত রেখেছে পাকিস্তানের ফৌজকে

রাজনাথ বলেন, যখন বায়ুসেনা পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করছিল, তখন ভারতীয় নৌসেনা আরব সাগরে কৌশলগতভাবে মোতায়েন থেকে পাকিস্তানের নৌবাহিনীকে কার্যত আটকে রাখে। তাঁর কথায়, “নৌসেনা ছিল নীরব, কিন্তু তাদের অবস্থানই পাকিস্তানকে চাপে ফেলে দেয়।”

প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য, ভারতের পাল্টা প্রতিক্রিয়া এতটাই কড়া ছিল যে আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে সুর নরম করে ভারতের প্রতি অনুরোধ জানাতে হয়েছে।

সংক্ষিপ্ত বার্তা, গভীর ইঙ্গিত

ভারতের অবস্থান এখন স্পষ্ট— সন্ত্রাসবাদ নিয়ে আর কোনও ছাড় নয়। বরং প্রয়োজনে, আগাম পদক্ষেপ নিতে দ্বিধা করবে না ভারত।

নিজের মাটিতেই সন্ত্রাসের কারখানা গুঁড়িয়ে দেওয়া পাকিস্তানেরই স্বার্থে — এই বার্তা এখন আরও জোরালো করে দিলেন রাজনাথ সিং।

 India: Defense Minister Rajnath Singh, from INS Vikrant, issued an ultimatum to Pakistan, demanding the handover of Masood Azhar and Hafiz Saeed. He warned of unprecedented Indian retaliation if Pakistan continues its terror game, emphasizing ‘Operation Sindoor’ as a strategic turning point.