ISS অভিযান শেষ, প্রশান্ত মহাসাগরে নিরাপদে অবতরণ শুভাংশু শুক্লার

Shubhanshu Shukla ISS return অবশেষে পৃথিবীর বুকে সফল প্রত্যাবর্তন! আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) ১৮ দিনের ঐতিহাসিক যাত্রা শেষে নিরাপদে ফিরলেন ভারতের প্রথম মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন…

Shubhanshu Shukla ISS return

Shubhanshu Shukla ISS return

অবশেষে পৃথিবীর বুকে সফল প্রত্যাবর্তন! আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) ১৮ দিনের ঐতিহাসিক যাত্রা শেষে নিরাপদে ফিরলেন ভারতের প্রথম মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৩টা ১ মিনিট নাগাদ (ভারতীয় সময়) মার্কিন যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে করে তিনি এবং তাঁর তিন সহযাত্রী অবতরণ করেন।

ইতিহাস গড়লেন শুভাংশু

শুভাংশু শুক্লা এখন দেশের দ্বিতীয় মহাকাশচারী, ১৯৮৪ সালে রাকেশ শর্মার পর, যিনি মহাকাশে পাড়ি দিলেন। তবে তিনি হলেন ভারতের প্রথম ব্যক্তি যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করলেন ও বৈজ্ঞানিক গবেষণায় অংশ নিলেন। এই ঐতিহাসিক উড্ডয়ন হয়েছে অ্যাক্সিয়ম স্পেসের বাণিজ্যিক মিশন Ax-4-এর অংশ হিসেবে, যা আন্তর্জাতিক সহযোগিতার এক অনন্য নজির।

উত্তেজনা, গর্ব আর সম্ভাবনার মিলন Shubhanshu Shukla ISS return

স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ঘণ্টায় ২৭,০০০ কিলোমিটার গতিতে। প্যারাশুট খোলার মুহূর্তে চারজন মহাকাশচারী অনুভব করেন একপ্রকার ‘ধাক্কা’, আর ঠিক তখনই ভারতের কোটি কোটি মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেন।

শুক্লার সঙ্গে এই মিশনে ছিলেন আমেরিকার প্রখ্যাত মহাকাশচারী পেগি হুইটসন, পোল্যান্ডের স্লাভোস উজনানস্কি এবং হাঙ্গেরির টিবার কাপু। ক্যালিফোর্নিয়ার আকাশে শোনা যায় একটি সোনিক বুম, যার পরপরই স্প্ল্যাশডাউন।

বিজ্ঞান ও ভবিষ্যতের জন্য এক বড় পা

ISS-এ থাকাকালীন শুক্লা অংশ নেন একাধিক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পরীক্ষায়—বায়োলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেটিরিয়াল সায়েন্স, এবং স্পেস ফার্মিং নিয়ে ‘Sprouts Project’-এ অংশগ্রহণ তাঁর গবেষণার অন্যতম দিক। তিনি মহাকাশে পেশি ক্ষয়, কোষের স্বাস্থ্য এবং স্বয়ংক্রিয় রোবোটিক্স নিয়েও কাজ করেছেন, যা ভবিষ্যতের মহাকাশ অভিযান ও পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানে অবদান রাখতে পারে।

প্রধানমন্ত্রী থেকে দেশবাসী সবাই আপ্লুত

শুভাংশুর সফল প্রত্যাবর্তনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে (প্রাক্তন টুইটার) লিখেছেন, “শুভাংশু শুক্লার ঐতিহাসিক মিশন থেকে প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে আমি গোটা দেশকে সঙ্গে নিয়ে তাঁকে স্বাগত জানাই। তাঁর সাহস, নিষ্ঠা ও অগ্রণী ভূমিকা কোটি কোটি স্বপ্নকে অনুপ্রাণিত করেছে।”

গগনযান-এর প্রস্তুতিতে সহায়ক

ISRO সূত্রে জানা যাচ্ছে, এই Ax-4 মিশনের জন্য প্রায় ₹৫৫০ কোটি বিনিয়োগ করা হয়েছিল। মিশনটি ছিল ‘ফুল-স্কেল’ অনুশীলন, যেখানে ফ্লাইট সার্জন, মিশন প্ল্যানার, চিকিৎসকরা প্রথমবারের মতো একজন ভারতীয় মহাকাশচারীকে ট্র্যাক ও সাপোর্ট করেছেন। যা ভবিষ্যতের গগনযান মিশনের জন্য এক বিশাল অভিজ্ঞতার ভান্ডার তৈরি করেছে।

মহাকাশ থেকে ফিরে এসেই শুক্লাকে এক সপ্তাহব্যাপী পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রাখা হবে, যা ভবিষ্যতের ISRO মিশনে চিকিৎসা প্রোটোকল তৈরিতে সহায়তা করবে।

ভবিষ্যতের পথ খুলে দিল Ax-4

ISS-এর বাস্তব অভিজ্ঞতা গ্রহণ, বৈজ্ঞানিক পরীক্ষা, আন্তর্জাতিক সহযোগিতা—সবমিলিয়ে শুভাংশু শুক্লার এই মহাকাশ অভিযান ভারতের জন্য নতুন যুগের সূচনা করল। এই মিশন শুধু একটি প্রযুক্তিগত সাফল্য নয়, বরং আত্মবিশ্বাসের প্রতীক।

ভারত এখন প্রস্তুত আরও বৃহত্তর মানব মহাকাশ অভিযানের জন্য। আর তার ভিত্তিপ্রস্তর হয়ে থাকবেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা।

India: India’s first ISS astronaut, Group Captain Shubhanshu Shukla, safely returned to Earth today in a SpaceX Dragon capsule off San Diego. After an 18-day historic Ax-4 mission at the ISS, Shukla becomes India’s second person in space and first to stay on the ISS.