ভক্তের ছদ্মবেশে দেশে পাক চর! নিশানায় পুরী, কলকাতা, কাশ্মীর?

YouTuber arrested for spying কলকাতা: তীর্থভ্রমণের নামে জেনারেশন Z-এর ইউটিউবাররা কি ধর্মের মোড়কে দেশদ্রোহিতা করছে? প্রশ্নটা যতই অবিশ্বাস্য মনে হোক, বাস্তবটা কিন্তু হাড়হিম করা। পাকিস্তানের…

YouTuber arrested for spying 

YouTuber arrested for spying

কলকাতা: তীর্থভ্রমণের নামে জেনারেশন Z-এর ইউটিউবাররা কি ধর্মের মোড়কে দেশদ্রোহিতা করছে? প্রশ্নটা যতই অবিশ্বাস্য মনে হোক, বাস্তবটা কিন্তু হাড়হিম করা। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর হয়ে তথ্য পাচারের অভিযোগে ধৃত ইউটিউবার জ্যোতিরানি মালহোত্রাকে নিয়ে গোটা দেশজুড়ে এখন চাঞ্চল্য। ট্রাভেল ভ্লগিংয়ের ছদ্মবেশে সে ভারতের একের পর এক সেনসিটিভ লোকেশন ঘুরে বেড়িয়েছে—পুরী জগন্নাথ মন্দির, শিয়ালদহ স্টেশন, কাশ্মীর—সবই তার ক্যামেরার ফ্রেমে! আর সেই ফুটেজ, সন্দেহ করা হচ্ছে, পৌঁছে গেছে পাকিস্তানে!

পবিত্র জগন্নাথধামে চরবৃত্তি?

পূণ্যার্থীর সাজে ভ্রমণ, আর ইউটিউবে মন ভোলানো ভিডিয়ো—এই ছকের আড়ালে ছুরি চালানো হচ্ছিল দেশের বুকে। পুরী জগন্নাথ মন্দিরে গিয়ে জ্যোতি শুধু ইশ্বর দর্শন করেই থামেনি—ভিডিয়োতে মন্দিরের ভিতরের লাইন, পুলিসি মোতায়েন, নিরাপত্তার গঠন—সব কিছু ফুটিয়ে তুলেছে।দূর থেকে গর্ভগৃহ পর্যন্ত ভিডিয়ো! কে দেখবে, কেন দেখবে? এখন প্রশ্ন একটাই—পুরীর মন্দিরে কেবল ভক্তদের নয়, রয়েছে পাকিস্তানের নজর?

কলকাতার বুকেও পাকিস্তানের নজর! YouTuber arrested for spying

শুধু পুরী নয়, গত ফেব্রুয়ারি মাসে কলকাতায় এসেছিলেন লাস্যময়ী ইউটিউবার জ্যোতি। শিয়ালদহ স্টেশন থেকে বারাকপুর হয়ে শেওড়াফুলি পর্যন্ত ট্রেনযাত্রার ভিডিয়ো আপলোড কন তিনি। ভিডিয়োতে স্টেশনের গেট, সিসিটিভি অবস্থান, নিরাপত্তা ব্যবস্থা—রয়েছে সব ডিটেল! কে জানতে চায় এসব? যদি উদ্দেশ্য না হয় নজরদারি বা ছক কষা?

গোয়েন্দাদের মাথায় হাত—এই ভিডিয়ো যদি আইএসআই-এর হাতে গিয়ে থাকে, তাহলে কলকাতার মতো মেট্রো শহরের গুরুত্বপূর্ণ ট্রান্সপোর্ট হাব যে ভয়াবহ রকম বিপদের মুখে, তা বলাই বাহুল্য।

কানেকশন ছড়িয়ে আছে পাকিস্তান পর্যন্ত! আইএসআই অফিসারের সঙ্গে সরাসরি যোগ!

জ্যোতির পাকিস্তান-যোগ আজ আর গোপন নয়। ২০২৩-এর দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের ইফতার পার্টিতে তিনি ছিলেন ‘বিশেষ অতিথি’। সেই পার্টির ভিডিয়ো নিজেই দিয়েছে ইউটিউবে! ভিডিয়োতে আইএসআই-এর সঙ্গে যুক্ত এক প্রাক্তন দূতাবাস আধিকারিক দানিশ এবং তাঁর স্ত্রীর সঙ্গে জ্যোতির ঘনিষ্ঠতার স্পষ্ট প্রমাণ মেলে। গোয়েন্দারা বলছেন, এই দানিশই জ্যোতিকে তৈরি করছিল ‘অ্যাসেট’ হিসেবে। ট্রেনিং চলছিল, ধাপে ধাপে ভারতের ভিতরে পাকিস্তানের চোখ হিসেবে তাঁকে ব্যবহার করা হচ্ছিল।

এই শুধু শুরু? আরও ইউটিউবার কি পাকিস্তানের হয়ে কাজ করছে?

পুরীর ভিডিওর সূত্র ধরে উঠে এসেছে ওড়িশার এক মহিলা ইউটিউবারের নাম। তাঁকেও জেরা করেছে পুলিশ। তিনিও সম্প্রতি গিয়েছেন পাকিস্তানের কর্তারপুর সাহিবে! কাকতালীয়? নাকি পাকিস্তানের ‘ডিজিটাল স্কোয়াড’-এর অংশ? এখনই প্রশ্ন উঠছে—এই সোশ্যাল মিডিয়ার মোড়কে কি তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর জাল? ইউটিউবার, ইনফ্লুয়েন্সার, ট্রাভেলার—সবার মুখোশ কি এবার খুলে যাবে?

এটা শুধু গুপ্তচরবৃত্তি নয়, এটা ডিজিটাল আগ্রাসন!

পাকিস্তান বন্দুকের নল না তাক করে মোবাইল ক্যামেরার লেন্সে তথ্য লুঠে নিচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে সাইলেন্ট ওয়ারে মেতে উঠেছে। যে যুদ্ধের গন্ধও নেই, অথচ ক্ষতি মারাত্মক! জ্যোতির মতো চররা এদেশে থেকেও দেশের বিরুদ্ধে অস্ত্র তুলে নিচ্ছে।

সতর্ক হোন! দেশভক্তির মুখোশে যেন দেশদ্রোহ না ঢেকে যায়। জেনে বুঝে দেখে শুনে বিশ্বাস করুন। কারণ শত্রু এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠছে!

 India: Shocking! Gen Z YouTuber Jyotirani Malhotra arrested for allegedly spying for Pakistan’s ISI, filming sensitive locations like Puri temple and Kolkata stations under travel vlogs.